চা–বিরতির আগে আউট করেছিলেন ট্রিস্টান স্টাবসকে। চা–বিরতির পর ডেভিড বেডিংহামকেও ফেরালেন তাইজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২০তম ওভারের তৃতীয় বলটা অফ স্টাম্পের বাইরে করেছিলেন তাইজুল। ফুট মুভমেন্ট ছাড়াই কাট করতে গিয়েছিলেন বেডিংহাম। তবে বল তাঁর ব্যাটের কিনারা লেগে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে।
বেডিংহামের আউটের পর ব্যাটিংয়ে নেমেছেন রায়ান রিকেলটন। ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ৭৩।
হাসান ও তাইজুলের উইকেট
প্রথম সেশনে ১০৬ রানে করে অলআউট হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ফিল্ডিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে দুটি উইকেট নিতে পেরেছেন নাজমুল হোসেনের দল। মার্করামকে বোল্ড করে প্রথম ওভারেই উইকেট এনে দেন পেসার হাসান মাহমুদ। এরপর ট্রিস্টান স্টাবসকে ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২ উইকেটে ৬৫ রান নিয়ে চা–বিরতিতে গেছে দক্ষিণ আফ্রিকা।
তাইজুলের আঘাত
অফ ও মিডল স্টাম্পের মাঝখানে পিচ করা বলটিে বাড়তি একটু বাউন্স করে টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছিল। পা না নাড়িয়ে শট খেলতে গিয়েছিলেন ট্রিস্টান স্টাবস। ব্যাটের কানা নিয়ে বল চলে যায় স্লিপে। এবার সহজেই ক্যাচটি নেন সাদমান ইসলাম। ৫০ রানে দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
মিরাজের বলে ক্যাচ ফেললেন মাহমুদুল
লেগ স্টাম্পে ব্যাক অব লেংথের বল ছিল। মিরাজের বলটিতে শর্ট লেগে ক্যাচ তুলেছিলেন ট্রিস্টান স্টাবস। ক্যাচটি দ্রুতই মাহমুদুলের কাছে গিয়েছিল, কিন্তু সোজা গিয়েছিল তাঁর হাতে। সেটি তালুবন্দি করতে পারেননি তিনি