চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন তিন থানায় ওসি রদবদল করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক আদেশে সদরঘাট, চান্দগাঁও এবং ডবলমুরিং থানায় এই পরিবর্তন আনা হয়।
আদেশ অনুযায়ী, সদরঘাট থানার বর্তমান ওসি মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার ওসি জামির হোসেন জিয়াকে তাদের বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে সিএমপি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তাদের পরিবর্তে এই তিন থানায় নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
সদরঘাট থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকী।
চান্দগাঁও থানার দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে। এছাড়া পাহাড়তলি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খাঁন ডবলমুরিং থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন।

ডিজিটাল ডেস্ক 















