রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে ২ যুবক আহত হওয়ার গঠনা ঘটেছে। আহতরা হলেন মোটরসাইকেল মিস্ত্রি ওমর ফারুক(২০)ও পথচারী লিটন(৩০)। আহতরা দুজনেই মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বিহারী পাড়ায় ভাড়া থাকেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।