কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির তাণ্ডবে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দুটি ইউনিয়নে মানুষের ঘরবাড়ি, গাছপালা, সবজি, আমবাগানসহ ভুট্টার ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
আজ রোববার (১৩ এপ্রিল) ভোর ৫টার দিকে শুরু হয় বৃষ্টির সঙ্গে বাতাস। এ সময় উপজেলার ডাঙ্গীপাড়া ও আমগাঁও ইউনিয়নের ওপর দিয়ে প্রচণ্ড গতিতে ঝড় বয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কামারপুকুর গ্রামে কারও কারও বাড়িতে ঘরের ঢেউটিন, গাছসহ ডালপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভুট্টা ফসলের।
কামারপুকুর গ্রামের বাসিন্দা সাজু জানান, তিনি ২ বিঘা ভুট্টা চাষ করেছেন। ঝড় ও শিলাবৃষ্টির কবলে তা হেলে পড়েছে। ফলন কম হওয়ার আশঙ্কা করছেন তিনি। আরেক কৃষক আব্দুল আলিম জানান, আমি ৮ বিঘা ভুট্টা চাষ করেছি। এই ঝড়ের কবলে আমার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে হরিপুরের বিভিন্ন জায়গায় ঝড়ের তাণ্ডবে সড়কের মধ্যে গাছে ডালপালা ও গাছ উপচে পড়ে থাকতে দেখা গিয়েছে।
এই বিষয়ে ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবিবর রহমান চৌধুরী কালবেলাকে জানান, ঝড়ের তাণ্ডবে আমগাঁও ইউনিয়ন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভুট্টা চাষিরা। আমরা ক্ষতির বিষয়গুলো দেখে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছি।