আজহারুল ইসলাম, মোহনগঞ্জ, নেত্রকোনা
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালেয়ের বিনাপ্রতিদ্বন্ধীতায় সভাপতি নির্বাচিত হলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল হামিদ মাষ্টারের দ্বিতীয় পুত্র আমেরিকা প্রবাসী মাইনুল হাছান শাহীনের বড় ভাই বিশিষ্ট সমাজ সেবক মো. বদরুদ্দোজা ।
বৃহস্পতিবার বেলা এগারোটায় বিদ্যালয়ের সভাকক্ষে সভাপতি গঠনকল্পে সভা অনুষ্ঠিত হয়। দুই বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়েছে।
প্রিজাইডিং অফিসার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো.গোলাম মোস্তাফার উপস্থিতিতে সভায় উপস্থিত ছিলেন সমাজ সহিলদেও ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক সভাপতি আমিনুল ইসলাম খান সোহেল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম মৌলা ও সহকারী শিক্ষক বৃন্দ এছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গন উপস্থিত ছিলেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি বদরুদ্দোজা বলেন খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়টি আমাদের এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমার বাবা মরহুম আব্দুল হামিদ মাষ্টার ছিলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি এই বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়ের উন্নতির জন্য কাজ করে গেছেন এছাড়া আমার ছোট ভাই (আমেরিকা প্রবাসী) মাইনুল হাসান শাহীন বিদ্যালয়ের জন্য বিভিন্ন সময় দান অনুদান দিয়ে আসছেন। আমি সবার সহযোগিতা নিয়ে বাবার হাতে গড়া এই প্রতিষ্ঠানকে শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে নিজেকে নিয়োজিত করব। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের সহযোগিতা কামনা কর

Md. Raduan Ahammed 






















