বৈঠকে সভাপতিত্ব করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।
তিনি জানান, ইতোমধ্যে সংবিধান, বিচারব্যবস্থা, নির্বাচন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসনসংক্রান্ত সংস্কারের সুপারিশের সারসংক্ষেপ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার খেলাফত মজলিসের সঙ্গে খোলামেলা আলোচনা হচ্ছে।
বৈঠকে খেলাফত মজলিসের পক্ষ থেকে নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসূফ আশরাফ। সঙ্গে ছিলেন দলের মহাসচিব জালাল আহমেদ ও যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী।
মাওলানা ইউসূফ আশরাফ বলেন, ‘আমরা পূর্বেও বিভিন্ন সংস্কারপ্রস্তাব নিয়ে আমাদের সুস্পষ্ট মতামত তুলে ধরেছি। আজকের বৈঠকে এসব বিষয়ে আরও গভীরভাবে আলোচনা হবে। আলোচনা শেষে আমরা বিস্তারিত প্রতিক্রিয়া জানাব।’
জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সকল রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া হবে।