ময়মনসিংহ , রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

গৃহহীন, দরিদ্র, অসুস্থ রোগী ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দিল “চেষ্টা”সংগঠন।

বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক ও মানবিক সংগঠন “চেষ্টা”। বুধবার, ১৭ই ডিসেম্বর, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শেরপুর সদর থানাধীন দশকাহনিয়া ইউনিয়নের চরশেরপুর এলাকায় অসহায় গৃহহীন, দরিদ্র, অসুস্থ রোগী ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি।

ঢাকা থেকে আগত “চেষ্টা” সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, নারী নেতৃত্ব ও সংগঠকবৃন্দ সকাল থেকে দিনভর স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং পুনর্বাসনের অঙ্গীকার ব্যক্ত করেন।
গৃহহীনদের জন্য ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
এ সময় চরম অসহায় দুই পরিবার
মোছাঃ মিনা বেগম (স্বামী: মোঃ শাহ আলম)

মোছাঃ ময়না বেগম (স্বামী: মৃত জুলহাস মিয়া)
এর জন্য “চেষ্টা” বাড়ি নং–৫ ও ৬ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন “চেষ্টা” সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্বনির্ভরতার পথে সহায়তা:
মানবিক সহায়তার অংশ হিসেবে
বীর কন্যা বাশন্তীর ছেলে ও বীর কন্যা রেনুকার মেয়েকে স্বাবলম্বী করার লক্ষ্যে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়।
দরিদ্র ও অসহায় দুই নারী মোছাম্মত ইয়াদা বানু এবং মোছাম্মত গোলেছা বেগমকে স্বনির্ভর করার জন্য দুটি গরু প্রদান করা হয়।

মসজিদ-মাদ্রাসা ও অসুস্থদের পাশে “চেষ্টা”
গ্রামের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে একটি মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় সংগঠনটি। পাশাপাশি দুইজন অসুস্থ ব্যক্তি ও চারজন প্রতিবন্ধীর চিকিৎসা ও সহায়তায় মানবিক সহায়তা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
দশকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সেলিম রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মুসল্লিগণ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই প্রজেক্টে অংশগ্রহণ করেন
লায়লা নাজনীন হারুন — প্রেসিডেন্ট
গুলসান নাসরীন চৌধুরী — সেক্রেটারি
কানিজ মাহমুদ — সাংগঠনিক সম্পাদক
সদস্য: দিলরুবা মাহমুদ, দিলারা আলম, সাহানাজ মান্নান, আইভী মামুন
ডা. লুসি রিফাত
“চেষ্টা” সংগঠনের শুভাকাঙ্ক্ষী মিসেস লাকী ইয়াসমিন।
ব্যাপক উচ্ছ্বাস ও উদযাপন :
“চেষ্টা” সংগঠনকে কাছে পেয়ে চরশেরপুর এলাকার সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে “চেষ্টা” সংগঠন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহহীন, দরিদ্র, অসুস্থ রোগী ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দিল “চেষ্টা”সংগঠন।

আপডেট সময় ১১:০০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সামাজিক ও মানবিক সংগঠন “চেষ্টা”। বুধবার, ১৭ই ডিসেম্বর, ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার শেরপুর সদর থানাধীন দশকাহনিয়া ইউনিয়নের চরশেরপুর এলাকায় অসহায় গৃহহীন, দরিদ্র, অসুস্থ রোগী ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে মানবতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি।

ঢাকা থেকে আগত “চেষ্টা” সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি, নারী নেতৃত্ব ও সংগঠকবৃন্দ সকাল থেকে দিনভর স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং পুনর্বাসনের অঙ্গীকার ব্যক্ত করেন।
গৃহহীনদের জন্য ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
এ সময় চরম অসহায় দুই পরিবার
মোছাঃ মিনা বেগম (স্বামী: মোঃ শাহ আলম)

মোছাঃ ময়না বেগম (স্বামী: মৃত জুলহাস মিয়া)
এর জন্য “চেষ্টা” বাড়ি নং–৫ ও ৬ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন “চেষ্টা” সংগঠনের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন, সঙ্গে ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্বনির্ভরতার পথে সহায়তা:
মানবিক সহায়তার অংশ হিসেবে
বীর কন্যা বাশন্তীর ছেলে ও বীর কন্যা রেনুকার মেয়েকে স্বাবলম্বী করার লক্ষ্যে দুটি সেলাই মেশিন প্রদান করা হয়।
দরিদ্র ও অসহায় দুই নারী মোছাম্মত ইয়াদা বানু এবং মোছাম্মত গোলেছা বেগমকে স্বনির্ভর করার জন্য দুটি গরু প্রদান করা হয়।

মসজিদ-মাদ্রাসা ও অসুস্থদের পাশে “চেষ্টা”
গ্রামের সর্বস্তরের মানুষের প্রত্যাশা পূরণে একটি মসজিদ ও মাদ্রাসার অবকাঠামো নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় সংগঠনটি। পাশাপাশি দুইজন অসুস্থ ব্যক্তি ও চারজন প্রতিবন্ধীর চিকিৎসা ও সহায়তায় মানবিক সহায়তা প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
দশকাহনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সেলিম রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, মুসল্লিগণ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই প্রজেক্টে অংশগ্রহণ করেন
লায়লা নাজনীন হারুন — প্রেসিডেন্ট
গুলসান নাসরীন চৌধুরী — সেক্রেটারি
কানিজ মাহমুদ — সাংগঠনিক সম্পাদক
সদস্য: দিলরুবা মাহমুদ, দিলারা আলম, সাহানাজ মান্নান, আইভী মামুন
ডা. লুসি রিফাত
“চেষ্টা” সংগঠনের শুভাকাঙ্ক্ষী মিসেস লাকী ইয়াসমিন।
ব্যাপক উচ্ছ্বাস ও উদযাপন :
“চেষ্টা” সংগঠনকে কাছে পেয়ে চরশেরপুর এলাকার সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয় ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। মানবিক এই উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে “চেষ্টা” সংগঠন।