রাজধানীর মিরপুরের একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুমা আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. শাওন বিন রহমান।
তিনি জানান, আমাদের এখানে মিরপুর থেকে দগ্ধ হয়ে শিশুসহ ৭ জন এসেছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আজকে পর্যন্ত ২ জন মারা গেছেন। রুমার শরীরে ২০ শতাংশ দগ্ধ ছিল। বাকি পাঁচজন চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
নিহতের ভাই আব্দুল হালিম জানান, রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ আমার বোন মারা গেছে।
তিনি জানান, দুলাভাই খলিল তার রুমে রাতের দিকে মশার কয়েল জ্বালানোর সময় হঠাৎ রুমে আগুন লেগে যায়। পরে দগ্ধ অবস্থায় দুলাভাই আব্দুল খলিল, বোন রুমা আক্তার, ভাগনে আব্দুল্লাহ, আরও এক ভাগনে মোহাম্মদ ও ইসমতসহ স্বপ্না এবং শাহজাহানকে ভর্তি করা হয়।
তিনি জানান, আমাদের গ্রামের বাড়ি ভোলার তজুমদ্দীন থানায়। বর্তমানে মিরপুরে একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।