নাটোরের গুরুদাসপুর খাদ্য গুদাম কর্মকর্তার কাছ থেকে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে নাজমুল হোসেন (৩০) নামের ভুয়া এনএসআই ফিল্ড অফিসার পরিচয় দেওয়া একজনকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করেছে এনএসআই।
আজ রবিবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার গুরুদাসপুর উপজেলার খামাড় নাচকৈড় এলাকার মকবুল হোসেনের ছেলে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার জানান, আটক নাজমুল নিজেকে এনএসআই ফিল্ড অফিসারের পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে খাবার অনুপযোগী চাল কেনার অভিযোগ জানান।