ময়মনসিংহ , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ,সাগরে গভীর নিম্নচাপ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার আকাশ মেঘলা রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে উপকূলের বিভিন্ন এলাকায়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যার পর থেকে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেয়। আজ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে এখন আকাশ মেঘলা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে এর নাম হবে ‘দানা’। নামটি কাতারের দেওয়া।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় হলে সেটি ভারতের ওডিশা বা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যেতে পারে। যদিও এটা খুব প্রাথমিক ধারণা। এর গতিপথ পরিবর্তন হতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানান শাহিনুল ইসলাম। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দেয়। এ মাসে দেওয়া পূর্বাভাসে একটি ঘূর্ণিঝড় হওয়ার কথা বলা আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে আজ,সাগরে গভীর নিম্নচাপ

আপডেট সময় ১০:৪৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার আকাশ মেঘলা রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে উপকূলের বিভিন্ন এলাকায়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ বুধবার এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যার পর থেকে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম আজ সকালে প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নেয়। আজ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে এখন আকাশ মেঘলা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তাহলে এর নাম হবে ‘দানা’। নামটি কাতারের দেওয়া।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় হলে সেটি ভারতের ওডিশা বা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে যেতে পারে। যদিও এটা খুব প্রাথমিক ধারণা। এর গতিপথ পরিবর্তন হতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে।

আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানান শাহিনুল ইসলাম। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবারও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দেয়। এ মাসে দেওয়া পূর্বাভাসে একটি ঘূর্ণিঝড় হওয়ার কথা বলা আছে।