চরফ্যাসন ( প্রতিনিধি)-
ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন নজরুল নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভক্তিরহাট বাজারে আগুন লেগে পুড়ে গেছে ৫টি দোকান। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের শেষভাগে বাজারে লোকজনের ডাক চিৎকার শুনে গ্রামবাসীরা এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে, খবর পেয়ে ফায়ারসার্ভিস এসে দীর্ঘচেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে বাজারের ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
চরফ্যাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান
ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার জানান, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা না গেলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫-৩০ লাখ টাকা হতে পারে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তা দাবি করেন।দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ জানান, বাজারে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে।