এক পল্লী চিকিৎসককে মারধর এবং তার ফার্মেসি থেকে সাড়ে সাত লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া বাজারের ইজারা নিয়ে বিরোধের জেরে ।
গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ ভবনের নিচতলায় প্রকাশ্যে শত শত মানুষের সামনে মো. ইলিয়াস নামের এক পল্লী চিকিৎসককে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ইলিয়াস আরও বলেন, ‘ওরা আমাকে জোর করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়েছে। বারবাকিয়া বাজারের ইজারার দরপত্রে সর্বোচ্চ দরদাতা হওয়ায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। আমি দীর্ঘদিন ধরে এই বাজারে ফার্মেসি চালিয়ে আসছি, কিন্তু রাজনীতির সঙ্গে কখনো যুক্ত ছিলাম না। শুধুমাত্র ইজারায় অংশ নেওয়াই আমার ‘অপরাধ’ হয়ে দাঁড়িয়েছে।’
স্থানীয়দের অভিযোগ, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসাইন গত কয়েক মাস ধরে আরও বেপরোয়া হয়ে ওঠেছেন। প্রভাব খাটিয়ে নিজের একটি বলয় তৈরি করেছেন এবং একের পর এক অভিযোগের জন্ম দিচ্ছেন।সম্প্রতি এক ঠিকাদারি প্রতিষ্ঠানের লোহার রড লুটের ঘটনায় তার নাম উঠে আসে, যা ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে।
ব্যবসায়ী আবদুর রহিম বলেন, ‘ফরহাদ আমার কাছে চাঁদা দাবি করেছিল। আমি চাঁদা দিতে না চাইলে তিনি হুমকি দেন যে ব্যবসা করতে দেবেন না। পরে পুলিশ দিয়ে আমাকে ও আমার ভাইকে থানায় ধরে নিয়ে যান। এমনকি আমার আইফোনও নিয়ে নেন।’বিএনপিরর অনেক নেতা ফরহাদ হোসাইনের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
গত ২৮ আগস্ট পেকুয়ায় এক সংবর্ধনা সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহমেদের উপস্থিতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী ‘দালাল, দালাল’ স্লোগান দিয়ে ফরহাদকে মঞ্চ থেকে নামিয়ে দিতে বাধ্য করেন।
‘দীর্ঘদিন ধরে ব্যক্তি স্বার্থে কাজ করায় ফরহাদের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মধ্যেও তীব্র অসন্তোষ তৈরি হওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানান বিএনপির নেতাকর্মীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরহাদ হোসাইন যুগান্তরকে বলেন, ‘মারধর বা টাকা লুটের কোনো ঘটনা ঘটেনি। আমি কোনো ইজারা নেইনি বা কারও জন্য তদবীর করিনি। একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
রড লুটের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে ফরহাদ বলেন, ‘চোরাই রড আমি পুলিশকে ধরিয়ে দিয়েছিলাম। সে কারণে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।’