জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের (United Nations University – UNU) মর্যাদাপূর্ণ জুনিয়র ফেলো ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬। জাতিসংঘের রেক্টর অফিসে আয়োজিত এই ছয় মাসব্যাপী আন্তর্জাতিক ইন্টার্নশিপ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ পেশাজীবী ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ইন্টার্নশিপের মেয়াদ শুরু হবে ২ মার্চ ২০২৬ থেকে এবং শেষ হবে ২৮ আগস্ট ২০২৬ পর্যন্ত। এই সময়কালে অংশগ্রহণকারীরা জাতিসংঘের অভ্যন্তরীণ কাজের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে মূল্যবান পেশাগত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।
-
বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন
-
আবেদনকারীদের মাস্টার্স অথবা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে, অথবা আবেদনপত্র জমাদানের তারিখ থেকে দুই বছরের মধ্যে ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে
বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর
-
সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অভিজ্ঞতা গ্রহণযোগ্য
-
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে; তবে আইইএলটিএস বা টোয়েফল আবশ্যক নয়, যদি প্রার্থীর পূর্বের ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে বা ইংরেজি মাতৃভাষা হয়
দায়িত্ব ও কাজের পরিধি:
জুনিয়র ফেলোরা রেক্টর অফিসের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবেন, যার মধ্যে রয়েছে—
-
প্রশাসনিক গবেষণা ও প্রতিবেদন প্রস্তুত
-
ইভেন্ট পরিকল্পনা ও সমন্বয় (অনলাইন ও সরাসরি)
-
বৈঠক আয়োজন ও সমন্বয়
-
সম্পাদকীয় সহায়তা
-
যোগাযোগ সংক্রান্ত কার্যক্রমে সহায়তা
প্রাপ্ত সুবিধাসমূহ:
-
অফিস স্পেস ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিনা খরচে ব্যবহার
-
মাসিক ভাতা, যা টোকিওতে বসবাস ও যাতায়াত খরচ মেটাতে সহায়ক হবে
-
অফিস লাইব্রেরি ও জিম ব্যবহারের সুযোগ
-
আন্তর্জাতিক পরিবেশে কাজ করে পেশাগত অভিজ্ঞতা অর্জন ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ
-
অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে হাতে-কলমে কাজ শেখার অভিজ্ঞতা
-
প্রতি মাসে ১.৫ দিন ছুটি, আলাদা করে অফিসিয়াল ও সাপ্তাহিক ছুটি থাকবে
প্রয়োজনীয় কাগজপত্র:
-
সিভি (CV)
-
কাভার লেটার
-
পূরণকৃত আবেদন ফরম
-
ফান্ডিং ফরম
-
দুটি সুপারিশপত্র ও সুপারিশ ফরম
-
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)
আবেদন পদ্ধতি:
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে আপলোড করতে হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে Zoom বা টেলিফোনে সাক্ষাৎকার নেওয়া হবে। আবেদনের লিংক জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৫