রাজধানীর উত্তরায় জুলাই রেভেলসের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. মাসুম ও মো. ফাহিম খান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত এবং অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
উত্তরা-পূর্ব থানার তথ্য অনুযায়ী, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টর এলাকায় মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালানো হয়। আহত রেজওয়ানকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং আজ রোববার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে দক্ষিণখান এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে।
জুলাই রেভেলসের সহসংগঠক মো. পারভেজ জানিয়েছেন, রেজওয়ান মানববন্ধনে অংশ নেওয়ার পর অফিসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় কিছু সন্ত্রাসী তাকে কুপিয়ে আহত করে।

ডিজিটাল রিপোর্ট 























