গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ এলাকায় আবারও একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে পলাশ মিয়ার মালিকানাধীন গোডাউনে এ আগুন লাগে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, তদন্ত শেষে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানা যাবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি।

ডিজিটাল রিপোর্ট 





















