অনলাইন সংবাদ-
মালয়েশিয়ায় ৭৫ জন বাংলাদেশি অবৈধ অভিবাসীকে দেশটির কোটা লাকসামানা এলাকা থেকে আটক করে মেলাকা রাজ্যের কর্তৃপক্ষ। মেলাকা ইমিগ্রেশন বিভাগের মধ্যরাতে শুরু হওয়া তিন ঘণ্টার অভিযানে আটক ৯০ জন ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ৭৫ জন নাগরিক রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
সূত্রমতে, তামান কোটা লাকসামানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় মেলাকা রাজ্যের কর্তৃপক্ষ। অভিযান চলাকালে ১১৭ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে তারা। এর মধ্যে ৯০ জনকে যথাযথ ডকুমেন্টেশন, মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট, ওভারস্টেয়িং-সহ বিভিন্ন অভিযোগে মালোয়েশিয়ান আইনের আওতায় নিয়ে আসেন।
আরও জানা গেছে, অভিযান চলাকালীন মালয়েশিয়ায় যেখানে অবৈধ অভিবাসীদের দেখা যাবে, সেখানেই অভিযান চালানো হবে। নিয়োগকর্তা বা কোম্পানি যারাই অবৈধ অভিবাসীদের কাজ দেবে বা আশ্রয় দেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।