সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। শনিবার সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।এতে বাসের ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। এখনো তাদের পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, এ ঘটনায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।ময়নাতদন্তের জন্য তিনজনের মরদেহ ও আহতদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।