জীবনমুখী গান গেয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, নচিকেতা চক্রবর্তী জিতেছেন বাংলাদেশি মানুষের হৃদয়। সরাসরি এই শিল্পীর গান শোনার আগ্রহ সকল শ্রেণীর মানুষের মাঝেই। যে ক্ষুধা গত বছরের নভেম্বরে কিছুটা মিটেছিল নচিকেতা লাইভ ইন ঢাকা’য়। ঢাকার ফের ফ্লাইট ধরছেন ‘নীলাঞ্জনা’র প্রেমিক।
একটি নয় এ মাসেই ঢাকায় ২ টি কনসার্ট করবেন নচিকেতা। রাজধানীর হাতিরঝিল ১২ জুলাই গাইবেন এম্ফিথিয়েটারে। ‘ঢাকা মেলাঙ্কলি’ শীর্ষক কনসার্টটির আয়োজন করছে ব্লুব্রিক কমিউনিকেশনস। এই কনসার্টে নচিকেতা ছাড়াও গাইবেন ঢাকার তিন শিল্পী অর্ণব, আরমীন মূসা ও আহমেদ হাসান সানি।এরই মধ্যে শুরু হয়েছে দুই হাজার টাকা মূল্যে নির্ধারিত টিকিটের বিক্রি । পাওয়া যাচ্ছে টিকিফাই ওয়েবসাইটে।
ঢাকায় এ মাসেই দুই কনসার্টে গাইবেন নচিকেতা-
দ্বিতীয় কনসার্টের আয়োজক আজব কারখানা। ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার-ভলিউম টু’ শীর্ষক কনসার্টটি হবে ২৬ জুলাই, কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনৃুষ্ঠিত হবে।এতে নচিকেতার পাশাপাশি পারফরম করবেন জয় শাহরিয়ার। ধরনভেদে টিকিট মূল্য এক থেকে পাঁচ হাজার টাকা করা হয়েছে । পাওয়া যাচ্ছে গেটসেটরক-এ।