গতকাল সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সকালে বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ২ ডিগ্রিতে। তবে পরবর্তী ছয় ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫ শতাংশ। দুপুর পর্যন্ত ঢাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে। দিনের বাকি সময় তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দুপুর পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় উত্তর বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে। আগামীকাল সূর্যাস্তের সময় ৬টা ২৬ মিনিট।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আজ তাপমাত্রা কিছুটা বাড়লেও সকালে কুয়াশা ছিল। এখন থেকে ভোরবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় থাকার সম্ভাবনা রয়েছে।

ডিজিটাল রিপোর্ট 























