পৌষ মাস শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি, তবে রাজধানী ঢাকায় এখনো শীত পুরোপুরি নামেনি। সোমবার (৮ ডিসেম্বর) ভোরে হালকা কুয়াশার সঙ্গে ছিল সামান্য শীতের অনুভূতি।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪ শতাংশ।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নাও আসতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয়ের সময় উল্লেখ করা হয়েছে সকাল ৬টা ২৯ মিনিট।

ডিজিটাল রিপোর্ট 





















