তাহসান খান ক’দিন আগেই গান-অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিয়ে তুমুল আলোচনাও হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার এলো তার ফিরে আসার খবর। যদিও তিনি ফিরছেন সঞ্চালনায়। তবু ভক্তদের জন্য খানিকটা স্বস্তির খবরই বটে।
‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে ফিরছে সিজন-২ নিয়ে। এবারের সিজনেও উপস্থাপনা করবেন তাহসান খান।
গত মঙ্গলবার বিকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বঙ্গ।
শিগগিরই এর সিজন-২ আসছে। আগামী ডিসেম্বরেই শুটিং শুরু হবে।
নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক আনন্দ। প্রতিযোগীরা বাংলাদেশের এই প্রিয় গেম শোতে জিততে এবং সেরা হতে লড়বে। এবারের সিজনে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড, ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে এনটিভি এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।
সংবাদ সম্মেলনে তাহসান খান বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান, কারণ এটি পরিবারগুলোকে আবারো বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে। সিজন-২ আরও বড় পরিসরে হতে যাচ্ছে।
সারা দেশ থেকে আরও নতুন নতুন পরিবারকে এই শোতে স্বাগত জানাতে, তাদের সঙ্গে হাসতে এবং একসঙ্গে নতুন সব স্মৃতি তৈরি করতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় শো’টি পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। এ অনুষ্ঠানে সারা দেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল।

ডিজিটাল ডেস্ক 

























