পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় পৌর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ওরফে ‘নাক কাটা’ নাজমুলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোকারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাজমুল হোসেন পৌরশহরের কলেজ রোড বকুলের মোড় এলাকায় মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পাবনা-৪ (ঈশ্বরদী আটঘরিয়া) আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরীফ ও তার ছোট ভাই উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট ঈশ্বরদী রেলগেট এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে সাবেক এমপি গালিব শরীফ, যুবলীগ সভাপতি তমাল শরীফ ও নাজমুল হোসেন হামলা চালায়। এ সময় ছাত্র-জনতাকে লক্ষ্য করে বোমা ও গুলি চালানো হয়। এতে বহু লোকজন আহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ নজরুল ইসলাম বাদী হয়ে ওই বছরের ১৯ আগষ্ট একটি মামলা দায়ের করেন।
এই মামলার অজ্ঞাত আসামিদের বিষয়ে তদন্তে ও সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে নাজমুল হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া যায়।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা হয়েছে। এরপর থেকেই আসামিরা পলাতক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।