ময়মনসিংহ , শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নায়িকা কে এবার বিমান সেবিকার পোশাকে

  • Aminul Islam
  • আপডেট সময় ১০:২১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ-

বলিউডের তিন নায়িকা কারিনা কাপুর, কৃতি শ্যানন ও টাবুকে এবার দেখা গেল লাল বিমানসেবিকার পোশাকে। ক্রু ছবিতে এই তিন নায়িকার ফার্স্ট লুক এটি। সামাজিক মাধ্যমে নিজেদের এই লুক পোস্ট করেছেন তারা।

রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন একতা কাপুর ও রেহা কাপুর। এই ছবি প্রথমে মুক্তির কথা ছিল ২২ মার্চ। এখন এই ছবিটি পিছিয়ে মুক্তি পাবে ২৯ মার্চ।
এর আগে ভিরে দ্য ওয়েডিং ছবির প্রযোজনা করেছিলেন একতা ও রেহা। এটি একসঙ্গে তাদের দ্বিতীয় কাজ।

এদিকে সামাজিক মাধ্যমে নায়িকারা যে পোস্টার শেয়ার করে নিয়েছেন, সেখানে ক্যাপশনে লিখেছেন, আপনারা তৈরি তো আমাদের ক্রুয়ের সঙ্গে উড়তে? রক্তরাঙার সঙ্গে সাদা লেয়ারিং করে পোশাক, মাথায় বিমানসেবিকার বিশেষ টুপি, তিন নায়িকাকেই দুর্দান্ত দেখাচ্ছে।

এই ছবিতে এই তিন নায়িকাসহ থাকছেন দিলজিৎ দোসাঞ্জ ও বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে কপিল শর্মাকে। এই তিন নায়িকার পোশাক দেখেই স্পষ্ট তাদের দেখা যাবে বিমানসেবিকার লুকে। তবে সেটাই কি তাদের চরিত্রের একমাত্র দিক? সেই উত্তর মিলবে ছবিতে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

নায়িকা কে এবার বিমান সেবিকার পোশাকে

আপডেট সময় ১০:২১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

অনলাইন নিউজ-

বলিউডের তিন নায়িকা কারিনা কাপুর, কৃতি শ্যানন ও টাবুকে এবার দেখা গেল লাল বিমানসেবিকার পোশাকে। ক্রু ছবিতে এই তিন নায়িকার ফার্স্ট লুক এটি। সামাজিক মাধ্যমে নিজেদের এই লুক পোস্ট করেছেন তারা।

রাজেশ কৃষ্ণণ পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে আছেন একতা কাপুর ও রেহা কাপুর। এই ছবি প্রথমে মুক্তির কথা ছিল ২২ মার্চ। এখন এই ছবিটি পিছিয়ে মুক্তি পাবে ২৯ মার্চ।
এর আগে ভিরে দ্য ওয়েডিং ছবির প্রযোজনা করেছিলেন একতা ও রেহা। এটি একসঙ্গে তাদের দ্বিতীয় কাজ।

এদিকে সামাজিক মাধ্যমে নায়িকারা যে পোস্টার শেয়ার করে নিয়েছেন, সেখানে ক্যাপশনে লিখেছেন, আপনারা তৈরি তো আমাদের ক্রুয়ের সঙ্গে উড়তে? রক্তরাঙার সঙ্গে সাদা লেয়ারিং করে পোশাক, মাথায় বিমানসেবিকার বিশেষ টুপি, তিন নায়িকাকেই দুর্দান্ত দেখাচ্ছে।

এই ছবিতে এই তিন নায়িকাসহ থাকছেন দিলজিৎ দোসাঞ্জ ও বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে কপিল শর্মাকে। এই তিন নায়িকার পোশাক দেখেই স্পষ্ট তাদের দেখা যাবে বিমানসেবিকার লুকে। তবে সেটাই কি তাদের চরিত্রের একমাত্র দিক? সেই উত্তর মিলবে ছবিতে।