দুর্বৃত্তরা লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করছে ।
আজ শনিবার ভোরে পৌর শহরের (১০নং ওয়ার্ড) মটকা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।
পুলিশসূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে ধারনা করছেন তারা । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই ছেলের বউসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা আজ শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঘরের ছাদ দিয়ে মুখোশ পরে ভিতরে ঢোকে। পরে ঘরের ভিতরে ঢুকে প্রথমে ছকিনা বেগমের রুমে যায়। এসময় ছকিনা বেগম চিৎকার দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অন্যদের শোরৎচিকার শুনে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় তিনি।নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ বছর তিনেক আগে মারা যান। নিহতের দুই সন্তান বিদেশে থাকেন। তবে ঘর থেকে কোন মালামাল বা টাকা লুটের ঘটনা না ঘটলেও ডাকাতি করার সময় বাধা দেয়ায় এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে দাবি নিহতে স্বজনদের।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) ঝলক মহন্ত বলেন, পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এটি ডাকাতির ঘটনা নয়, তাছাড়া কোনো মালামালও লুট হয়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

অনলাইন ডেস্ক 























