ময়মনসিংহ , সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে বললেন মির্জা ফখরুল

‘নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যান। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফিরলেও ফখরুল দলীয় একটি অনুষ্ঠান শেষে একদিন পর দেশে ফেরেন।

প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তার আলাপ হয়েছে কি না— এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘আমাদের সবার সঙ্গেই আলাপ হয়েছে। আর যারা গিয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে… এটাই তো স্বাভাবিক।’

সফরকে সফল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলাম। আমাদের দায়িত্ব যতটুকু ছিল, তা আমরা পালন করেছি। আমি মনে করি, আমাদের এই সফর সফল হয়েছে। এই প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য কয়েকটি প্রধান রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন— সেদিক থেকেও সফর অবশ্যই সফল হয়েছে। বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছে গেছে।’

তিনি আরও বলেন, ‘নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি যেসব সভা হয়েছে, আমরা মনে করি— এটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য অত্যন্ত ভালো হয়েছে।’

নিউইয়র্কে বিমানবন্দরে অবতরণের পর হেনস্তার ঘটনা নিয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা এগুলোকে খুব বড় করে দেখি না। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার— এই ধরনের ঘটনা তৈরি করা।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরি দিচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বিশ্বের সমর্থন রয়েছে বললেন মির্জা ফখরুল

আপডেট সময় ১১:০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

‘নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শুক্রবার (৩ অক্টোবর) রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত ২৩ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে যান। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফিরলেও ফখরুল দলীয় একটি অনুষ্ঠান শেষে একদিন পর দেশে ফেরেন।

প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তার আলাপ হয়েছে কি না— এমন প্রশ্নে ফখরুল বলেন, ‘আমাদের সবার সঙ্গেই আলাপ হয়েছে। আর যারা গিয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই আলাপ হবে… এটাই তো স্বাভাবিক।’

সফরকে সফল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আমরা জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলাম। আমাদের দায়িত্ব যতটুকু ছিল, তা আমরা পালন করেছি। আমি মনে করি, আমাদের এই সফর সফল হয়েছে। এই প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য প্রদর্শনের জন্য কয়েকটি প্রধান রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন— সেদিক থেকেও সফর অবশ্যই সফল হয়েছে। বাংলাদেশের কথা বিশ্বের কাছে পৌঁছে গেছে।’

তিনি আরও বলেন, ‘নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি যেসব সভা হয়েছে, আমরা মনে করি— এটা বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য অত্যন্ত ভালো হয়েছে।’

নিউইয়র্কে বিমানবন্দরে অবতরণের পর হেনস্তার ঘটনা নিয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা এগুলোকে খুব বড় করে দেখি না। এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার— এই ধরনের ঘটনা তৈরি করা।’