অনলাইন নিউজ-
নেত্রকোনায় নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ২৭তম বসন্তকালীন সাহিত্য উৎসব। বুধবার বেলা ১২ টায় শহরের মোক্তারপাড়া গণগ্রন্থাগারের সামনে বকুলতলা চত্বরে দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য (ভিসি) অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
নেত্রকোনা সাহিত্য সমাজের আয়োজনে উৎসব মঞ্চে বরাবরের মতো তবলার প্রশিক্ষক সুব্রত সাহা রায়ের পরিচালনায় ক্ষুদে শিশুদের তবলার লহড়ার মাধ্যমে বসন্ত বন্দনা অনুষ্ঠিত হয়। পরে একে একে নৃত্য, গান, বাঁশি ও হাওয়াইয়ান গীটারে সূরের মূর্ছনায় বসন্তকালীন সাহিত্য উৎসবে মেতে উঠে নানা বয়সের মানুষ।
দিনব্যাপী আয়োজনে নানা রঙে নানা ঢঙে সেজে আসেন তরুণ তরুণীরা। এদিকে উৎসব উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গ্রন্থাগার বারান্দায়।
পরে বিকালে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারে মনোনীত করা হয় কবি ও গদ্যশিল্পী গোলাম ফারুক খান। এবারের সম্মানিত জন নেত্রকোনার কেন্দুয়ার কৃতি সন্তান সংগীত শিল্পী বাউল সাধক জালাল উদ্দিন খাঁয়ের ছেলে।