ময়মনসিংহ , শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৪ ভবনের তালিকা প্রকাশ ঢাকায় শীর্ষ ছিনতাইকারী পিচ্চি আবির দুই সহযোগীসহ গ্রেপ্তার মোহাম্মদপুরে দুর্বৃত্তরা চাঁদা না পেয়ে কৃষকের ৩৫০ আমগাছ কেটে দিল গণভোট আগে হোক বা অন্যান্য ভোটের সঙ্গে একই দিনে হোক—উদ্দেশ্য একই বললেন জোনায়েদ সাকি হাসিনা ও কামালের আপিল করার সুযোগ আছে বললেন অ্যাটর্নি জেনারেল দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার আজ থেকেই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে চলার আহ্বান খসরুর এই রায়ের মাধ্যমে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে বললেন বদিউল আলম মজুমদার সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মানসিক ভারসাম্যহীন নারীকে , ট্রাকচালকসহ ৪ জন কারাগারে খায়রুল হকের রায়ে পরতে পরতে ভুল ছিল বললেন ব্যারিস্টার কাজল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

পায়ের পাতায় ব্যথা? প্ল্যান্টার ফ্যাসাইটিস না তো?

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

পায়ের পাতা বা গোড়ালিতে ব্যথার কথা অনেকেই বলে থাকেন। অনেকে এই সমস্যায় সকালবেলা ঘুম থেকে উঠে পায়ের পাতা মাটিতে ফেলতেই পারেন না। এ রকম যদি হয়, সম্ভবত আপনি প্ল্যান্টার ফ্যাসাইটিস নামক এক বিশেষ বাতরোগে ভুগছেন।প্ল্যান্টার ফ্যাসাইটিস কী

প্ল্যান্টার ফ্যাসাইটিস হচ্ছে বিশেষ ধরনের বাতরোগ। বিশেষ একধরনের তন্তু বা টিস্যু আমাদের এক হাড়ের সঙ্গে আরেক হাড়কে সংযুক্ত করে রাখতে সহায়তা করে। এ টিস্যু আঘাতজনিত কারণে ক্ষতিগ্রস্ত হলে বা ক্ষয়ে গেলে মেডিকেলের ভাষায় এটিকে বলে প্ল্যান্টার ফ্যাসাইটিস। এটি সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর বেশি অনুভূত হয়, কারণ পা অনেকক্ষণ বিশ্রামে থাকলে এর ব্যথা বেড়ে যায়। এ ছাড়া পায়ের পাতা ভাঁজ করলে বা ভেতরের দিকে নিয়ে এলেও এ ব্যথা বেড়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর ব্যথা কমতে থাকে। এ ব্যথা সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকে। দুই পায়েই এ ব্যথা হতে পারে, তবে বেশির ভাগ ক্ষেত্রে শুরুতে এক পায়েই অনুভুত হয়। রোগীরা অনেক সময় ব্যথার পাশাপাশি পায়ে ঝিনঝিন বা জ্বালাপোড়ার কথাও বলে থাকেন।

অনেক সময়ই এ বাতরোগের কারণ নির্ণয় করা যায় না। তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, মাত্রাধিক পায়ের পাতার ব্যায়াম করলে পায়ের পাতার অংশগুলোতে বেশি চাপ পড়ে, সেটি থেকে প্ল্যান্টার ফ্যাসাইটিস হতে পারে। অনেক সময় গোড়ালির হাড় বেড়েও এটি হতে পারে। ওজন বৃদ্ধির সঙ্গেও এটি সম্পর্কিত।

প্রতিকার

৯০ শতাংশ ক্ষেত্রেই চিকিৎসার মাধ্যমে এটি সাড়ানো সম্ভব। চিকিৎসক আপনার অবস্থা অনুযায়ী কিছু নির্দিষ্ট ওষুধ দিতে পারেন। নির্দিষ্ট কিছু ব্যয়াম নিয়মিত করলেও উপকার পাওয়া যায়। অনেক সময় ইনজেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে। এ সব চিকিৎসাই অকার্যকর প্রমাণিত হলে কিছু ক্ষেত্রে শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে।

তবে আরও কিছু বাতরোগেও পায়ের পাতা ও গোড়ালিতে ব্যথা হতে পারে। নির্দিষ্ট কিছু পরীক্ষা করেই নিশ্চিত করতে হবে যে এটা প্ল্যান্টার ফ্যাসাইটিসই। কারণ, প্রতিটি বাতরোগের আলাদা আলাদা চিকিৎসা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১৪ ভবনের তালিকা প্রকাশ ঢাকায়

পায়ের পাতায় ব্যথা? প্ল্যান্টার ফ্যাসাইটিস না তো?

আপডেট সময় ১০:৪৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

পায়ের পাতা বা গোড়ালিতে ব্যথার কথা অনেকেই বলে থাকেন। অনেকে এই সমস্যায় সকালবেলা ঘুম থেকে উঠে পায়ের পাতা মাটিতে ফেলতেই পারেন না। এ রকম যদি হয়, সম্ভবত আপনি প্ল্যান্টার ফ্যাসাইটিস নামক এক বিশেষ বাতরোগে ভুগছেন।প্ল্যান্টার ফ্যাসাইটিস কী

প্ল্যান্টার ফ্যাসাইটিস হচ্ছে বিশেষ ধরনের বাতরোগ। বিশেষ একধরনের তন্তু বা টিস্যু আমাদের এক হাড়ের সঙ্গে আরেক হাড়কে সংযুক্ত করে রাখতে সহায়তা করে। এ টিস্যু আঘাতজনিত কারণে ক্ষতিগ্রস্ত হলে বা ক্ষয়ে গেলে মেডিকেলের ভাষায় এটিকে বলে প্ল্যান্টার ফ্যাসাইটিস। এটি সাধারণত সকালে ঘুম থেকে ওঠার পর বেশি অনুভূত হয়, কারণ পা অনেকক্ষণ বিশ্রামে থাকলে এর ব্যথা বেড়ে যায়। এ ছাড়া পায়ের পাতা ভাঁজ করলে বা ভেতরের দিকে নিয়ে এলেও এ ব্যথা বেড়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর ব্যথা কমতে থাকে। এ ব্যথা সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকে। দুই পায়েই এ ব্যথা হতে পারে, তবে বেশির ভাগ ক্ষেত্রে শুরুতে এক পায়েই অনুভুত হয়। রোগীরা অনেক সময় ব্যথার পাশাপাশি পায়ে ঝিনঝিন বা জ্বালাপোড়ার কথাও বলে থাকেন।

অনেক সময়ই এ বাতরোগের কারণ নির্ণয় করা যায় না। তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, মাত্রাধিক পায়ের পাতার ব্যায়াম করলে পায়ের পাতার অংশগুলোতে বেশি চাপ পড়ে, সেটি থেকে প্ল্যান্টার ফ্যাসাইটিস হতে পারে। অনেক সময় গোড়ালির হাড় বেড়েও এটি হতে পারে। ওজন বৃদ্ধির সঙ্গেও এটি সম্পর্কিত।

প্রতিকার

৯০ শতাংশ ক্ষেত্রেই চিকিৎসার মাধ্যমে এটি সাড়ানো সম্ভব। চিকিৎসক আপনার অবস্থা অনুযায়ী কিছু নির্দিষ্ট ওষুধ দিতে পারেন। নির্দিষ্ট কিছু ব্যয়াম নিয়মিত করলেও উপকার পাওয়া যায়। অনেক সময় ইনজেকশন দেওয়ার প্রয়োজন হতে পারে। এ সব চিকিৎসাই অকার্যকর প্রমাণিত হলে কিছু ক্ষেত্রে শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে।

তবে আরও কিছু বাতরোগেও পায়ের পাতা ও গোড়ালিতে ব্যথা হতে পারে। নির্দিষ্ট কিছু পরীক্ষা করেই নিশ্চিত করতে হবে যে এটা প্ল্যান্টার ফ্যাসাইটিসই। কারণ, প্রতিটি বাতরোগের আলাদা আলাদা চিকিৎসা রয়েছে।