পার্কে ঘুরতে গিয়ে বিতণ্ডার জেরে গোপালগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন হামলার শিকার হয়েছেন।
গত বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বড় ডুমরাশুর এলাকায় সাভানা ইকোপার্ক অ্যান্ড রিসোর্টের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত মিকাইল হোসেনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিকাইল হোসেন জানিয়েছেন, বুধবার বিকেলে সাতপাড় এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবরের নির্বাচনী জনসভায় গিয়েছিলেন তারা। সেখান থেকে বিকেল ৫টার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে সাভানা পার্কে ঘুরতে যান। তখন সাভানা পার্কের এক স্টাফের সঙ্গে পার্কের ভেতরে মোটরসাইকেল প্রবেশ করানো নিয়ে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরে পার্কের ম্যানেজারসহ অন্যান্যরা বিষয়টি মীমাংসা করে দেন।
তিনি বলেন, এরপর সন্ধ্যা ৭টার দিকে পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় অজ্ঞাত কিছু লোক আমার ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে গুরুতর আহত করে আমাকে।
পুলিশ খবর পেয়ে আমাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পার্কের এক স্টাফের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদলের সভাপতির সঙ্গে থাকা এক যুবক ওই স্টাফকে থাপ্পড় মারেন। পরে মিকাইল পার্ক থেকে বের হয়ে আসার সময় স্থানীয় লোকজন ও পার্কের স্টাফরা তার ওপর হামলা করে। থানায় কোনো অভিযোগ হয়নি।

ডিজিটাল রিপোর্ট 






















