এবার আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে পিটিয়ে তাকে গ্রাম ছাড়া করার ঘোষণা দিলেন শেখ হাসিনা হত্যা চেষ্টার ফরমায়েশি রায়ের দণ্ড থেকে সদ্য কারামুক্ত বিএনপি নেতা এনামুল হক। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পাকশী বিবিসি বাজারে ফরমায়েশি রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি জাকারিয়া পিন্টুসহ বিএনপির ৯ নেতাকর্মীর মুক্তির দাবিতে হওয়া বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ন-সম্পাদক ও পাকশী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হক বলেন, ‘শেখ হাসিনা পালিয়েছে। তবে তাদের দোসরদের এদেশে রেখে গেছে।