পূর্বধলা প্রতিনিধিঃ
গত ৬ই সেপ্টেম্বর নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আঃ মন্নাফের ছেলে মোঃ রফিকুল ইসলাম’র খুনের ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার পার্শ্ববর্তী বাড়ির দুলাল মিয়া ও তার ভাগ্নে আজিজুলের বসত বাড়িতে চালানো হয়েছে ব্যাপক ভাংচুর ও লুটপাট।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় মোঃ দুলাল মিয়ার বাড়িতে ৫ টি ঘরের মধ্যে একটি ঘরের সিমেন্টের পালা গুলো ছাড়া আর কোনও কিছুই অবশিষ্ট নেই আর দুলাল মিয়ার ভাগিনা মোঃ আজিজুল এর বাড়িতে ৪ টি ঘরের মধ্যে এখন মাটি ভিটা ছাড়া কোনকিছুই অবশিষ্ট নেই।
মোঃ দুলাল মিয়ার সাথে মুঠোফোন এ কথা বললে তিনি বলেন, রফিকুল খুনের ঘটনায় আমার ও আমার ভাগিনাদের কোনও সম্পৃক্ততা নেই।
মৃত রফিকুলের সাথে ভিকুনীয়া গ্রামের সাত্তারের ভাতিজা স্বপন, রশিদদের সাথে জমিজমা নিয়ে প্রায় ৮ বছর আগে থেকে বিরোধ ছিলো তারই জের ধরে এই অনাকাঙ্ক্ষিত খুনের ঘটনাটি ঘটে। আর স্বপন আমার দূরসম্পর্কের আত্মীয় বিধায় ক্রোধের বশবর্তী হয়ে তারা আমার ও আমার ভাগিনা আজিজুলের বাড়িতে হামলা ও লুটপাট করে ঘরে থাকা নগদ টাকা , ২৬ টি গরু, ১৪ টি ছাগল, স্বর্নলংকার সহ ঘরবাড়ি ভেঙে সবকিছু নিয়ে যায়, আমি প্রাণের ভয়ে আত্মীয়ের বাড়িতে পালিয়ে বেড়াচ্ছি।