প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের দ্বিপক্ষীয় সফর শেষে আজ রাতেই চীন থেকে দেশে ফিরছেন । নিয়মিত সূচিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রওনা দিয়ে দুপুরে ঢাকায় ফেরার কথা থাকলেও তিনি আজ রাতেই রওনা দিচ্ছেন।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা জানান।পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফরের সব আনুষ্ঠানিকতা অপরিবর্তিত রয়েছে, শুধু ১১ জুলাই সকালের পরিবর্তে আজ বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা দিবেন।