ময়মনসিংহ , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিশু আরাফাত মারা গেছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিশন গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা ঘন কুয়াশায় নাটোরে ৬ ট্রাকে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ ডলার বাজারে অস্থিরতা, লেনদেনের তথ্য চায় বাংলাদেশ ব্যাংক সাবেক এমপি পোটন রিমান্ডে যুবদল নেতা হত্যা মামলায় টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদ,৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ চিরকুট লিখে বীর মুক্তিযোদ্ধা আত্মহত্যা করলেন দুদকের মামলা স্ত্রী-কন্যাসহ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে ময়মনসিংহে সরকারি প্রতিষ্ঠানে চলছিল অস্ত্র-মাদক কেনাবেচা
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ফখরুল: প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ রক্ষা হয়নি

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

অনলাইন নিউজ:

প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এবারও তিস্তা সমস্যার সমাধান হয়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভারতের কাছে সেবাদাসে পরিণত হয়েছে।’আজ রবিবার (২৩ জুন) নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠিত দোয়া-মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।কেন্দ্রীয় এ কর্মসূচিতে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় দোয়া মাহফিলে আরো অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তথাকথিত প্রধানমন্ত্রী তিনি নির্বাচিত নন। ভারতে গিয়ে চুক্তি করেছেন। দুই দিন থেকে ১০টি চুক্তি করেছেন।চুক্তিগুলো আমরা দেখলাম- বেশির ভাগ বলা হচ্ছে মেমোরান্ডাম পার্টনারশিপ সই করেছেন। অনেকগুলো করবেন… কারিগরি… দল পাঠাবেন ইত্যাদি। কিন্তু আমাদের যে সমস্যা আমরা যে তিস্তা নদীর পানির যে ন্যায্য হিসসা তা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্ত কী হয়েছে, তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা দিয়েছেন, সেই প্রকল্পে অংশগ্রহণ করবার জন্য অর্থাৎ বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে।তিনি আরো বলেন, ‘আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা সবার আগে তিস্তা নদীর পানির ন্যায্য বণ্টন চাই। এবং অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর ন্যায্য হিসসাটা চাই- এটা আমাদের অধিকার। আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো বলতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।আজ সরকার ভারতের কাছে সেবাদাসে পরিনত হয়েছে।’মির্জা ফখরুল বলেন, ‘শুধু ভারত নয়; আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতিতে চলছে। মিয়ানমার থেকে গুলি আসে, কিন্তু জবাব তারা দিতে পারে না। এই একটা অথর্ব নতজানু শাসকগোষ্ঠী আমাদের ওপর চেপে বসে আছে।’

বক্তব্যের একপর্যায়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড়পর্যবেক্ষণে থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উল্লেখ করতে গিয়ে বিএনপি মহাসচিব আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আপনারা এখানে অনেক কষ্টে আছেন বুঝি। এর চেয়েও জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারা জন্য সবাই দোয়া করুন। এ সময় তার চোখের পানি মুছতে দেখা যায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের গণতন্ত্রের প্রতীক, যিনি স্বৈরাচার থেকে মুক্ত করে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, যিনি কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের সঙ্গে সংযুক্ত করে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন, যিনি দেশের মানুষের আর্থিক মুক্তির জন্য কাজ করেছেন, ওই সময় বিদেশি পত্রিকাগুলোতে লেখা হতো ইমাজিং টাইগার, অর্থনৈতিক দিক দিয়ে একটা বাঘ বেড়িয়ে আসছে বাংলাদেশ- কী দুর্ভাগ্য সেই নেত্রী আজ বিনা চিকিৎসায় বন্দি অবস্থায় মৃত্যুশয্যায়।’তিনি বলেন, ‘আমরা দোয়া করি আল্লাহ যেন এই প্রিয় নেত্রীর প্রাণভিক্ষা দেন। আমরা যেন তার নেতৃত্বে আবার ঐক্যবদ্ধভাবে জ্বলে উঠতে পারি। যে ভয়াবহ দানব রাষ্ট্রযন্ত্রকে শেষ করে দিচ্ছে, তাকে যেন পরাজিত করতে পারি। যেন আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াতে পারি। শুধুমাত্র দোয়া নয়; তার চিকিৎসার জন্য আমাদের যা যা করা প্রয়োজন সেই চেষ্টাই আমাদের করতে হবে।

ফখরুল: প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ রক্ষা হয়নি

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার উদ্দেশে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে।  সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দাবি করে তারা নির্বাচিত সরকার। কিন্তু আমরা বারবার দেখছি, তারা কোনো মতেই নির্বাচন করে ক্ষমতায় আসে না; যখনই ক্ষমতায় আসে জোর করে প্রহসনের নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে। এরা এখনও জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। বাংলাদেশের মানুষের অধিকারগুলো একেক করে খুন করেছে। গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে, বিচার ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। এমনকি মানুষের বেঁচে থাকার যে ন্যুনতম অধিকার, সেগুলো তারা কেড়ে নিয়েছে। এই সরকার অবৈধ, তারা সমোস্ত দেশটাকে বিক্রি করে দিয়েছে।পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ কয়েকজনের দুর্নীতি সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, পুলিশের কয়েকজন কর্মকর্তার দুর্নীতির কাহিনী সম্প্রতি বেরিয়ে আসছে। পুলিশের অ্যাসোসিয়েশন থেকে হুমকি দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে, এই সত্যপ্রকাশ করা যাবে না; এতে নাকি তাদের ভাবমূর্তি বিনষ্ট হয়। কিছু পুলিশ কর্মকর্তা সম্পর্কে দেশের মানুষসহ সারা পৃথিবী জানে কিভাবে তারা এই অবৈধ সরকারের সাথে যোগসাজশ করে তারা বিত্ত-বৈভব দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে। শুধুমাত্র তাই নয়; তারা রাষ্ট্র ষড়যন্ত্রকে ধ্বংস করেছে,গণতন্ত্রকে ধ্বংস করেছে-এর দায় তাদেরকে নিতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে

ফখরুল: প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ রক্ষা হয়নি

আপডেট সময় ০৩:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

অনলাইন নিউজ:

প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এবারও তিস্তা সমস্যার সমাধান হয়নি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভারতের কাছে সেবাদাসে পরিণত হয়েছে।’আজ রবিবার (২৩ জুন) নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় অনুষ্ঠিত দোয়া-মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।কেন্দ্রীয় এ কর্মসূচিতে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় দোয়া মাহফিলে আরো অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তথাকথিত প্রধানমন্ত্রী তিনি নির্বাচিত নন। ভারতে গিয়ে চুক্তি করেছেন। দুই দিন থেকে ১০টি চুক্তি করেছেন।চুক্তিগুলো আমরা দেখলাম- বেশির ভাগ বলা হচ্ছে মেমোরান্ডাম পার্টনারশিপ সই করেছেন। অনেকগুলো করবেন… কারিগরি… দল পাঠাবেন ইত্যাদি। কিন্তু আমাদের যে সমস্যা আমরা যে তিস্তা নদীর পানির যে ন্যায্য হিসসা তা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্ত কী হয়েছে, তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা দিয়েছেন, সেই প্রকল্পে অংশগ্রহণ করবার জন্য অর্থাৎ বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে।তিনি আরো বলেন, ‘আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমরা সবার আগে তিস্তা নদীর পানির ন্যায্য বণ্টন চাই। এবং অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর ন্যায্য হিসসাটা চাই- এটা আমাদের অধিকার। আন্তর্জাতিক আইনের অধিকার। এই কথাগুলো বলতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।আজ সরকার ভারতের কাছে সেবাদাসে পরিনত হয়েছে।’মির্জা ফখরুল বলেন, ‘শুধু ভারত নয়; আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছে তারা মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতিতে চলছে। মিয়ানমার থেকে গুলি আসে, কিন্তু জবাব তারা দিতে পারে না। এই একটা অথর্ব নতজানু শাসকগোষ্ঠী আমাদের ওপর চেপে বসে আছে।’

বক্তব্যের একপর্যায়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড়পর্যবেক্ষণে থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উল্লেখ করতে গিয়ে বিএনপি মহাসচিব আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আপনারা এখানে অনেক কষ্টে আছেন বুঝি। এর চেয়েও জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারা জন্য সবাই দোয়া করুন। এ সময় তার চোখের পানি মুছতে দেখা যায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের গণতন্ত্রের প্রতীক, যিনি স্বৈরাচার থেকে মুক্ত করে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যিনি বহুদলীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, যিনি কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের সঙ্গে সংযুক্ত করে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছিলেন, যিনি দেশের মানুষের আর্থিক মুক্তির জন্য কাজ করেছেন, ওই সময় বিদেশি পত্রিকাগুলোতে লেখা হতো ইমাজিং টাইগার, অর্থনৈতিক দিক দিয়ে একটা বাঘ বেড়িয়ে আসছে বাংলাদেশ- কী দুর্ভাগ্য সেই নেত্রী আজ বিনা চিকিৎসায় বন্দি অবস্থায় মৃত্যুশয্যায়।’তিনি বলেন, ‘আমরা দোয়া করি আল্লাহ যেন এই প্রিয় নেত্রীর প্রাণভিক্ষা দেন। আমরা যেন তার নেতৃত্বে আবার ঐক্যবদ্ধভাবে জ্বলে উঠতে পারি। যে ভয়াবহ দানব রাষ্ট্রযন্ত্রকে শেষ করে দিচ্ছে, তাকে যেন পরাজিত করতে পারি। যেন আমরা আমাদের নিজের পায়ে দাঁড়াতে পারি। শুধুমাত্র দোয়া নয়; তার চিকিৎসার জন্য আমাদের যা যা করা প্রয়োজন সেই চেষ্টাই আমাদের করতে হবে।

ফখরুল: প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থ রক্ষা হয়নি

মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার উদ্দেশে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে।  সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ দাবি করে তারা নির্বাচিত সরকার। কিন্তু আমরা বারবার দেখছি, তারা কোনো মতেই নির্বাচন করে ক্ষমতায় আসে না; যখনই ক্ষমতায় আসে জোর করে প্রহসনের নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতা দখল করে। এরা এখনও জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। বাংলাদেশের মানুষের অধিকারগুলো একেক করে খুন করেছে। গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে, বিচার ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। এমনকি মানুষের বেঁচে থাকার যে ন্যুনতম অধিকার, সেগুলো তারা কেড়ে নিয়েছে। এই সরকার অবৈধ, তারা সমোস্ত দেশটাকে বিক্রি করে দিয়েছে।পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ কয়েকজনের দুর্নীতি সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, পুলিশের কয়েকজন কর্মকর্তার দুর্নীতির কাহিনী সম্প্রতি বেরিয়ে আসছে। পুলিশের অ্যাসোসিয়েশন থেকে হুমকি দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে, এই সত্যপ্রকাশ করা যাবে না; এতে নাকি তাদের ভাবমূর্তি বিনষ্ট হয়। কিছু পুলিশ কর্মকর্তা সম্পর্কে দেশের মানুষসহ সারা পৃথিবী জানে কিভাবে তারা এই অবৈধ সরকারের সাথে যোগসাজশ করে তারা বিত্ত-বৈভব দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে। শুধুমাত্র তাই নয়; তারা রাষ্ট্র ষড়যন্ত্রকে ধ্বংস করেছে,গণতন্ত্রকে ধ্বংস করেছে-এর দায় তাদেরকে নিতে হবে।