বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজlllধানীর কলাবাগানের নিজ বাসাতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।এ অভিনেতার মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তাকে দেখাশুনার দায়িত্বে থাকা রবিন মন্ডল। তিনি জানান, আজ বিকেল চারটা ২০ মিনিটে মৃত্যু হয়েছে তার। মরদেহ গোসলের জন্য নেয়া হয়েছে। তবে তার দাফন কোথায় ও কখন হবে, তা নিশ্চিত করতে পারেননি রবিন।
বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর কলাবাগানের নিজ বাসাতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
এ অভিনেতার মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তাকে দেখাশুনার দায়িত্বে থাকা রবিন মন্ডল। তিনি জানান, আজ বিকেল চারটা ২০ মিনিটে মৃত্যু হয়েছে তার। মরদেহ গোসলের জন্য নেয়া হয়েছে। তবে তার দাফন কোথায় ও কখন হবে, তা নিশ্চিত করতে পারেননি রবিন।
এ ব্যাপারে রবিন জানান, মাসুদ আলী খানের এক ছেলে যুক্তরাষ্ট্র থাকেন। আগামী ১৩ নভেম্বর তিনি দেশে আসার কথা। কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কবে আসবেন। আর সেই ছেলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে সব। তবে সম্ভবত গ্রামের মানিকগঞ্জের সিংগাইরে দাফন করা হতে পারে।
কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। কয়েকবার হাসপাতালেও নেয়া হয়েছিল। চিকিৎসাও চলছিল। কিন্তু বয়সজনিত কারণে ঠিকমত চলাফেরা করতে পারতেন না। এ কারণে হুইল চেয়ার ভরসা ছিল তার। আর অধিকাংশ সময় বাসাতেই থাকতেন তিনি।
মঞ্চ অভিনয়ের মাধ্যমে শুরু করেন মাসুদ আলী খান। তারপর ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালু হলে অভিষেক হয় ছোটপর্দায়। দীর্ঘ পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে প্রায় পাঁচ শতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি।
১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওবা গ্রামে জন্মগ্রহণ করেন মাসুদ আলী খান। বাবা আরশাদ আলী খান সরকারি চাকরিজীবী ছিলেন। মা সিতারা খান। ১৯৫২ সালে উচ্চমাধ্যমিক পাস করে দুই বছর পর জগন্নাথ কলেজ থেকে বিএ সম্পন্ন করেন এ অভিনেতা।
১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হলে নূরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’-এর মাধ্যমে ছোটপর্দায় অভিষেক হয় তার। আর বড়পর্দায় যাত্রা হয় সাদেক খানের ‘নদী ও নারী’ সিনেমার মাধ্যমে।
ময়মনসিংহ
,
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
Mega888 APK- Download APK Original 2024 iOS & Android
บ่อน : กาสิโนถูกกฎหมายของไทยจะมีหน้าตาเป็นอย่างไร BBC News ไทย
กรุงเทพมหานคร
তিন শিক্ষককে অব্যাহতি দায়িত্বে অবহেলা করায়
আ. লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ
দুর্ধর্ষ ডাকাতি, ৩৩ ভরি স্বর্ণালংকারসহ ৫৫ লাখ টাকা লুট
মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে মাদকের টাকার জন্য
৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি,বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
পান্তা খাওয়ার প্রতিযোগিতা কুড়িগ্রামে
রাষ্ট্র সংস্কারে সবার লক্ষ্য এক, জাতীয় সনদ শিগগিরই বললেন আলী রীয়াজ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
বর্ষীয়ান অভিনেতা মাসুদ আলী খান মারা গেলেন।
-
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ০৯:৩৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- ৫৫ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ