নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল কবুতরের একটি বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাসির উদ্দিন (৫৫) নামে এক
গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
হামলার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নাসির উদ্দিন। পরে তাকে দ্রুত প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। তিনদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত ওসি, পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, মারামারি ঘটনায় দুইদিন আগে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। এ ঘটনায় নাসির উদ্দিন নামে একজন আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান চলছে।’

ডিজিটাল রিপোর্ট 
























