অনলাইন নিউজ-
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার শপথ গ্রহণ করলেন। রোববার (০৯ জুন) শপথ অনুষ্ঠানে বলিউডের একঝাঁক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার ও শাহরুখ খান। তবে এদিন বলিউডের খিলাড়ি ও বাদশার একে অপরকে শুভেচ্ছা জানানোর মুহুর্তটি যেন সবার নজড় কেড়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অক্ষয় কুমার ও শাহরুখ খান একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। দুই প্রিয় অভিনেতাকে এক ফ্রেমে দেখে নেটিজেনদের কেউ লিখেছেন, ‘মোদিজি নে মিলা দিয়া, শাহরুখ ও অক্ষয় (মোদিজি শাহরুখ ও অক্ষয়কে একসঙ্গে আনতে সাহায্য করেছেন)’। আরেকজন লিখেছেন, ‘এ বছরের সেরা আলিঙ্গন’।
বিশেষ আলিঙ্গন মোদির শপথে বাদশা-খিলাড়ির
এদিন শাহরুখ মুকেশ আম্বানি ও অনন্তর সঙ্গে অনুষ্ঠানে হাজির হন। শাহরুখ-অক্ষয় ছাড়াও কঙ্গনা রনৌত, অনুপম খের, রজনীকান্ত, বিক্রান্ত মাসে ও রাজকুমার হিরানিরদের এদিন একসঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা গেছে।