বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণ করছেন। নিহত হওয়া বেশ কয়েকজনের ছবি সংবলিত একটি ব্যানার টানানো হয়েছে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে শহিদ উপাধি দিয়ে।
গত ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে।মৃত্যুর মিছিল সেই থেকে শুরু হয়।মৃত্যুর মিছিলে বাদ যায়নি শিশুরাও।প্রাণ দিতে হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহবুবুর রহমান মুগ্ধও। কয়েক শতাধিক নিহতদের সংখ্যা ছাড়িয়ে যায়।