দুর্ঘটনা রোধে রাজধানীর বেইলি রোডের দুটি আবাসিক কাম বাণিজ্যিক ভবন পরিদর্শন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিসসহ আন্তঃসংস্থার প্রতিনিধি দল। এ সময় বৈদ্যুতিক সংযোগ ও পানির লাইনে ত্রুটি, মেয়াদ উত্তীর্ণ ফায়ার নির্বাপণ যন্ত্র, রেস্টুরেন্টের কিচেনে সিলিন্ডারসহ বেশকিছু অনিয়ম পাওয়া গেছে।
ভবনের বৈদ্যুতিক সংযোগ ও পানির লাইন ত্রুটি পাওয়া যায়। এরপর যাওয়া হয় ভবনের চার তলার রেস্টুরেন্টে। অনুমতি না থাকলেও কিচেনে সিলিন্ডার পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ দেখা যায় অগ্নিনির্বাপণ যন্ত্র।
পরে পার্শ্ববর্তী গোল্ড প্যালেস ভবনে যাওয়া হয়। কেএফসিসহ চার-পাঁচটি রেস্টুরেন্ট রয়েছে ভবনটিতে। জরুরি নির্গমন দরজায় ও পানির পাইপে ত্রুটি পায় প্রতিনিধি দল।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক জানান, এদের অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে।
রাজউকের চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান জানান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান বলেন, ভবন ও রেস্টুরেন্ট মালিকদের আরও সচেতন হতে হবে। ভবনকে নিরাপদ করতে নির্দেশনা দিয়ে শিগগিরই চিঠি দেয়া হবে ভবন মালিকদের। নির্ধারিত সময়ে নির্দেশনা না মানলে নেয়া হবে ব্যবস্থা।
দুর্ঘটনা রোধে বেইলী রোডের পাশাপাশি রাজধানীতে ধারাবাহিক পরিদর্শন অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে রাজউক।