রোববার রংপুরে তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিস্তার দুই তীরের হাজারো বাসিন্দা এতে অংশ নিয়ে বন্যা, খরা ও ভাঙনের মতো দুর্যোগ মোকাবিলার কথা তুলে ধরেন এবং দ্রুত তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।
তারা শুধু ভারতে গিয়ে ছবি তুলেছে। পানি নিয়ে নিজেদের ন্যায্য কথাটা বলার সাহস পর্যন্ত পায়নি। তবে অন্তর্বর্তী সরকার কূটনৈতিকভাবে ভারতকে চাপ সৃষ্টি করবে যাতে তারা বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। নিজেদের অধিকার পরিপূর্ণভাবেই আদায় করব আমরা।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পূর্ববর্তী সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি হয়নি। তবে অন্তর্বর্তী সরকার কূটনৈতিকভাবে ভারতকে চাপে রাখবে এবং অধিকার আদায়ে দৃঢ় পদক্ষেপ নেবে।