ময়মনসিংহ , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.
১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যোগদান

ভিসা জটিলতায় বাঁধন, সমাধান হতে পারে আজ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২৯ ফেব্রুয়ারি থেকে উৎসব শুরু হলেও ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে উৎসবে উপস্থিত হতে পারেননি ‘রেহানা মরিয়ম নূর’ অভিনেত্রী। তবে বাঁধন আশা করছেন, আজ (রবিবার) দুপুরের মধ্যে সব ঝামেলা চুকে যাবে এবং ভিসা হাতে পাবেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকেও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান বাঁধন।

অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে আয়োজকরা নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই সঙ্গে দূতাবাসেও কথা বলছেন তাঁরা। আমার জন্য এখনো হোটেল বুকিং রেখেছেন, বিমানের টিকিট রেখেছেন। আশা করছি, আজ দুপুরের মধ্যেই ভিসা হাতে পাব।

হয়তো কাল সোমবার থেকে উৎসবে যোগ দিতে পারব।’

ভিসা পেতে দেরি কেন, সে বিষয়ে জানতে চাইলে বাঁধন বলেন, ‘আজ (রবিবার) এমবাসি থেকে ডাকলে বিষয়টি বুঝতে পারব। এটি ভারতের একটি স্টেটের সরকারি চলচ্চিত্র উৎসব। সে দেশের সরকারই সব ব্যবস্থা করছে।

আমাকে কিছু করতে হচ্ছে না। উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত। আশা করছি, তার আগেই সেখানে পৌঁছার সুযোগ পাব।’

 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

Admin

doinikmatiomanuss.com

১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যোগদান

ভিসা জটিলতায় বাঁধন, সমাধান হতে পারে আজ

আপডেট সময় ১২:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

ভারতের সরকারি প্রতিষ্ঠান কর্ণাটক চলচ্চিত্র একাডেমি আয়োজিত ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল জুরি হওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ২৯ ফেব্রুয়ারি থেকে উৎসব শুরু হলেও ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে উৎসবে উপস্থিত হতে পারেননি ‘রেহানা মরিয়ম নূর’ অভিনেত্রী। তবে বাঁধন আশা করছেন, আজ (রবিবার) দুপুরের মধ্যে সব ঝামেলা চুকে যাবে এবং ভিসা হাতে পাবেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকেও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান বাঁধন।

অভিনেত্রী বলেন, ‘আমার সঙ্গে আয়োজকরা নিয়মিত যোগাযোগ রাখছেন। সেই সঙ্গে দূতাবাসেও কথা বলছেন তাঁরা। আমার জন্য এখনো হোটেল বুকিং রেখেছেন, বিমানের টিকিট রেখেছেন। আশা করছি, আজ দুপুরের মধ্যেই ভিসা হাতে পাব।

হয়তো কাল সোমবার থেকে উৎসবে যোগ দিতে পারব।’

ভিসা পেতে দেরি কেন, সে বিষয়ে জানতে চাইলে বাঁধন বলেন, ‘আজ (রবিবার) এমবাসি থেকে ডাকলে বিষয়টি বুঝতে পারব। এটি ভারতের একটি স্টেটের সরকারি চলচ্চিত্র উৎসব। সে দেশের সরকারই সব ব্যবস্থা করছে।

আমাকে কিছু করতে হচ্ছে না। উৎসব চলবে ৭ মার্চ পর্যন্ত। আশা করছি, তার আগেই সেখানে পৌঁছার সুযোগ পাব।’