ময়মনসিংহ , বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ জানাজার জন্য বিদেশি প্রতিনিধিরা খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন তারেক রহমান মায়ের কফিনের পাশে কোরআন তেলাওয়াত করছেন নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন খালেদা জিয়ার জানাজা ঘিরে ময়মনসিংহে অবৈধ সীসা কারখানায় অভিযান এক লক্ষ টাকা জরিমানা ও কারখানা বন্ধের নির্দেশ খালেদা জিয়ার মরদেহ বাসভবন ফিরোজার পথে কবর খননের কাজ চলছে খালেদা জিয়ার মালদ্বীপের প্রেসিডেন্টের শোক খালেদা জিয়ার মৃত্যুতে নেত্রকোনা-৫ আসনে বিএনপি’র মনোনয়নপত্র দাখিল করলেন আলহাজ্ব আবু তাহের তালুকদার নেত্রকোনার পূর্বধলায় জামায়াত প্রার্থী মাসুম মোস্তফা’র মনোনয়নপত্র দাখিল
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

ময়মনসিংহে অবৈধ সীসা কারখানায় অভিযান এক লক্ষ টাকা জরিমানা ও কারখানা বন্ধের নির্দেশ

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার সদর উপজেলার সিরতা ইউনিয়নের আনন্দিপুর এলাকায় অবস্থিত একটি অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় এবং ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দা তামান্না হুরায়রা-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে পরিদর্শনে দেখা যায়, মন্ডল কর্পোরেশন নামক কারখানাটি পরিবেশ সংরক্ষণ আইনের ধারা ৬(গ) লঙ্ঘন করে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল। এ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এছাড়াও পরিবেশগত ক্ষতি ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটির সমস্ত কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এএসআই ফারুক হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অবৈধ ও দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ জানাজার জন্য

ময়মনসিংহে অবৈধ সীসা কারখানায় অভিযান এক লক্ষ টাকা জরিমানা ও কারখানা বন্ধের নির্দেশ

আপডেট সময় ১০:০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহ জেলার সদর উপজেলার সিরতা ইউনিয়নের আনন্দিপুর এলাকায় অবস্থিত একটি অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয় এবং ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দা তামান্না হুরায়রা-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে পরিদর্শনে দেখা যায়, মন্ডল কর্পোরেশন নামক কারখানাটি পরিবেশ সংরক্ষণ আইনের ধারা ৬(গ) লঙ্ঘন করে ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদনের মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল। এ অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এছাড়াও পরিবেশগত ক্ষতি ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটির সমস্ত কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার এএসআই ফারুক হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অবৈধ ও দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।