ময়মনসিংহ মহানগরের আকুয়া জুবিলী কোয়ার্টার এলাকায় ২৭ নং ওয়ার্ড তাঁতী দল, ময়মনসিংহ মহানগরের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তিতুমীর সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর তাঁতী দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সার্জেন্ট (অবঃ) মোঃ নজরুল ইসলাম, সভাপতি ২৭ নং ওয়ার্ড ময়মনসিংহ মহানগর তাঁতী দল, মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ২৭ নং ওয়ার্ড তাঁতী দল এবং মুমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহানগর তাঁতী দল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তারা মহান আল্লাহর দরবারে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় এলাকাবাসী, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ময়মনসিংহ প্রতিনিধি 





















