ময়মনসিংহ , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

যা করতে পারেন ডেমোক্রেটরা ফলাফলের আগেই ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করলে

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তবে এরই মধ্যে এই নির্বাচনে আগাম ভোট দিতে শুরু করেছেন দেশটির নাগরিকরা। ৪০টির মতো অঙ্গরাজ্যে ইতোমধ্যে সাড়ে চার কোটি আগাম ভোট পড়েছে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মতো এবারও ডোনাল্ড ট্রাম্প ফল ঘোষণার আগেই নিজেকে জয়ী ঘোষণা করতে পারেন বলে ধারণা করছেন ডেমোক্রেট দলের নেতারা। এজন্য তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা শিবির আশঙ্কা করেছে, নির্বাচনে না জিতলেও ট্রাম্প নিজেকে অপ্রত্যাশিতভাবে জয়ী ঘোষণা করতে পারেন এবং সামাজিক যোগাযাগ মাধ্যমে তার পক্ষে শক্তিশালী অবস্থা তৈরি হতে পারে।

চলতি সপ্তাহে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি হয়তো নির্বাচনের দিনই নিজেকে জয়ী ঘোষণা করতে পারবেন। যদিও নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য কয়েকদিন পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে যদি পুরনায় ভোট গণনার প্রয়োজন পড়ে।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর যারা ভোট গণনার দায়িত্বে থাকেন তারা গণনা শেষে ফলাফল নির্বাচর্নী কর্মকর্তাদের কাছে তুলে দেন। এরপর কর্মকর্তারা দেশটির প্রধান মিডিয়া আউটলেটগুলোতে বিজয়ীর নাম ঘোষণা করেন। কিন্তু নির্বাচনী ফলাফলের আগে কেউ যদি নিজেকে বিজয়ী ঘোষণা করে থাকেন তাহলে সেটা একেবারেই অপ্রত্যাশিত হয়ে পড়ে।

এ বিষয়ে কমলা হ্যারিস গত বুধবার এক সাক্ষাতকারে বলেন, আমরা তার এমন পদক্ষেপের বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি, যদি আমরা জানতে পারি, তিনি (ট্রাম্প) মিডিয়া এবং মার্কিন জনগণকে কব্জা করেছেন। তাহলে আমরাও এর প্রতিবাদ জানাতে প্রস্তুত রয়েছি।

তবে কীভাবে তিনি এর প্রস্তুতি গ্রহণ করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে ডেমোক্রেটিক দলের এবং কমলা হ্যারিসের প্রচারণা শিবিরের ছয়জন কর্মকর্তা বলেন, যদি ট্রাম্প ফলাফল ঘোষণার আগেই নিজেকে জয়ী ঘোষণা করেন তাহলে আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব।

কমলা হ্যারিসের দলের আশঙ্কা, ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনকে কাজে লাগিয়ে ভোট গণনার আগেই নিজেকে জয়ী ঘোষণা করতে পারেন।

ডেমোক্রেটি ন্যাশনাল কমিটির একজন শীর্ষ কর্মকর্তা এক সাক্ষাতকারে বলেন, যদি এমনটা হয় যে, ট্রাম্প নিজেকে ভুয়া বিজীয় হিসেবে আগেই ঘোষণা করেছেন। তাহলে আমরা টেলিভিশনের মাধ্যমে সত্যটা সবার সামনে জানিয়ে দিব।

কমলা হ্যারিসের প্রচার শিবিরের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, তাদের ধারণা ট্রাম্প মঙ্গলবার রাতেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন। যদিও সে সময় পুরোপুরি ভোট গণনা শেষ হবে না। এর আগেও তিনি এমনটা করে ব্যর্থ হয়েছেন। এবারও হবেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

যা করতে পারেন ডেমোক্রেটরা ফলাফলের আগেই ট্রাম্প নিজেকে জয়ী ঘোষণা করলে

আপডেট সময় ০২:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তবে এরই মধ্যে এই নির্বাচনে আগাম ভোট দিতে শুরু করেছেন দেশটির নাগরিকরা। ৪০টির মতো অঙ্গরাজ্যে ইতোমধ্যে সাড়ে চার কোটি আগাম ভোট পড়েছে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মতো এবারও ডোনাল্ড ট্রাম্প ফল ঘোষণার আগেই নিজেকে জয়ী ঘোষণা করতে পারেন বলে ধারণা করছেন ডেমোক্রেট দলের নেতারা। এজন্য তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা শিবির আশঙ্কা করেছে, নির্বাচনে না জিতলেও ট্রাম্প নিজেকে অপ্রত্যাশিতভাবে জয়ী ঘোষণা করতে পারেন এবং সামাজিক যোগাযাগ মাধ্যমে তার পক্ষে শক্তিশালী অবস্থা তৈরি হতে পারে।

চলতি সপ্তাহে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি হয়তো নির্বাচনের দিনই নিজেকে জয়ী ঘোষণা করতে পারবেন। যদিও নির্বাচন বিশেষজ্ঞরা বলেছেন, নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য কয়েকদিন পর্যন্ত সময় লাগতে পারে। বিশেষ করে, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে যদি পুরনায় ভোট গণনার প্রয়োজন পড়ে।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর যারা ভোট গণনার দায়িত্বে থাকেন তারা গণনা শেষে ফলাফল নির্বাচর্নী কর্মকর্তাদের কাছে তুলে দেন। এরপর কর্মকর্তারা দেশটির প্রধান মিডিয়া আউটলেটগুলোতে বিজয়ীর নাম ঘোষণা করেন। কিন্তু নির্বাচনী ফলাফলের আগে কেউ যদি নিজেকে বিজয়ী ঘোষণা করে থাকেন তাহলে সেটা একেবারেই অপ্রত্যাশিত হয়ে পড়ে।

এ বিষয়ে কমলা হ্যারিস গত বুধবার এক সাক্ষাতকারে বলেন, আমরা তার এমন পদক্ষেপের বিষয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি, যদি আমরা জানতে পারি, তিনি (ট্রাম্প) মিডিয়া এবং মার্কিন জনগণকে কব্জা করেছেন। তাহলে আমরাও এর প্রতিবাদ জানাতে প্রস্তুত রয়েছি।

তবে কীভাবে তিনি এর প্রস্তুতি গ্রহণ করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে ডেমোক্রেটিক দলের এবং কমলা হ্যারিসের প্রচারণা শিবিরের ছয়জন কর্মকর্তা বলেন, যদি ট্রাম্প ফলাফল ঘোষণার আগেই নিজেকে জয়ী ঘোষণা করেন তাহলে আমরা এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব।

কমলা হ্যারিসের দলের আশঙ্কা, ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনকে কাজে লাগিয়ে ভোট গণনার আগেই নিজেকে জয়ী ঘোষণা করতে পারেন।

ডেমোক্রেটি ন্যাশনাল কমিটির একজন শীর্ষ কর্মকর্তা এক সাক্ষাতকারে বলেন, যদি এমনটা হয় যে, ট্রাম্প নিজেকে ভুয়া বিজীয় হিসেবে আগেই ঘোষণা করেছেন। তাহলে আমরা টেলিভিশনের মাধ্যমে সত্যটা সবার সামনে জানিয়ে দিব।

কমলা হ্যারিসের প্রচার শিবিরের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, তাদের ধারণা ট্রাম্প মঙ্গলবার রাতেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে পারেন। যদিও সে সময় পুরোপুরি ভোট গণনা শেষ হবে না। এর আগেও তিনি এমনটা করে ব্যর্থ হয়েছেন। এবারও হবেন।