ময়মনসিংহ , শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

সুন্দরবনের আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন রোববার দ্বিতীয় দিনেও জ্বলছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সাড়ে তিন একর বনভূমি আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় বন বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সুন্দরবনে লাগা আগুন থেমে থেমে জ্বলছে। আগুনের বিস্তৃতি রোধে ফায়ার লাইন কেটে বনবিভাগের নিজস্ব সেচপাম্প দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে।অাজ রোববার (২৩ রবিবার) সকাল থেকে আগুন অনেকটাই ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে বনবিভাগ থেকে দাবি করা হয়েছে।

তবে আগুনের বিস্তৃতি বনের কতটা এলাকায় ছড়িয়েছে এবং আগুন কিভাবে লাগল তা এখনও জানাতে পারেনি বনবিভাগ। গতকাল শনিবার দুপুর ১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় ধোঁয়ার কুণ্ডলি দেখাতে পেয়ে বনকর্মীরা সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন- ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস ও কলমতেজি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

বনবিভাগের নিজস্ব সেচ পাম্প দিয়ে পানি ছিটানোর কাজ শুরুর পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে বাগেরহাট ফায়ার সার্ভিস কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) সাকরিয়া হায়দারও জানিয়েছেন। তিনি বলেন, বাগেরহাট, শরণখোলা ও মোরেলগঞ্জের মোট পাঁচটি ইউনিট সুন্দরবন সংলগ্ন মরা ভোলা নদীর তীরে অবস্থান করছে। আমরা পাইপ লাইন বসিয়ে আগুনের স্থলে নেওয়ার কাজ শুরু করেছি। সুন্দরবনের যে এলাকায় আগুন লেগেছে সেখান থেকে মরা ভোলা নদীর দূরত্ব অন্তত তিন কিলোমিটার। এতো দূরত্বে পানি নিয়ে তা দিয়ে আগুন নেভাতে দারুন বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে অসাবধনতাবশত জেলে, বাওয়ালী বা মৌয়ালদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। তাতে বনের পাঁচ একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

সুন্দরবনের আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি

আপডেট সময় ১১:০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন রোববার দ্বিতীয় দিনেও জ্বলছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে সাড়ে তিন একর বনভূমি আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় বন বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে সুন্দরবনে লাগা আগুন থেমে থেমে জ্বলছে। আগুনের বিস্তৃতি রোধে ফায়ার লাইন কেটে বনবিভাগের নিজস্ব সেচপাম্প দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ চালানো হচ্ছে।অাজ রোববার (২৩ রবিবার) সকাল থেকে আগুন অনেকটাই ‘নিয়ন্ত্রণে’ রয়েছে বলে বনবিভাগ থেকে দাবি করা হয়েছে।

তবে আগুনের বিস্তৃতি বনের কতটা এলাকায় ছড়িয়েছে এবং আগুন কিভাবে লাগল তা এখনও জানাতে পারেনি বনবিভাগ। গতকাল শনিবার দুপুর ১টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর কলমতেজি টহল ফাঁড়ি এলাকায় ধোঁয়ার কুণ্ডলি দেখাতে পেয়ে বনকর্মীরা সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধানে চাঁদপাই রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) দিপন চন্দ্র দাসকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন- ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস ও কলমতেজি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

বনবিভাগের নিজস্ব সেচ পাম্প দিয়ে পানি ছিটানোর কাজ শুরুর পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে বলে বাগেরহাট ফায়ার সার্ভিস কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) সাকরিয়া হায়দারও জানিয়েছেন। তিনি বলেন, বাগেরহাট, শরণখোলা ও মোরেলগঞ্জের মোট পাঁচটি ইউনিট সুন্দরবন সংলগ্ন মরা ভোলা নদীর তীরে অবস্থান করছে। আমরা পাইপ লাইন বসিয়ে আগুনের স্থলে নেওয়ার কাজ শুরু করেছি। সুন্দরবনের যে এলাকায় আগুন লেগেছে সেখান থেকে মরা ভোলা নদীর দূরত্ব অন্তত তিন কিলোমিটার। এতো দূরত্বে পানি নিয়ে তা দিয়ে আগুন নেভাতে দারুন বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলছেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে অসাবধনতাবশত জেলে, বাওয়ালী বা মৌয়ালদের ফেলে দেওয়া বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় আগুন লাগে। তাতে বনের পাঁচ একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়।