ময়মনসিংহ , শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা বগুড়া-৬ আসনে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের বিচার দাবিতে ময়মনসিংহে স্বামীর সংবাদ সম্মেলন পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ফলাফল ঘোষণা” করলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মেক্সিকো ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন ডিএসসিসি নতুন ওয়ার্ডের অবকাঠামো-ড্রেনেজ ব্যবস্থার কাজ করবে সামুরাইসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার রায়েরবাজারে আজ ঢাকার ২০ আসনের মনোনয়নপত্র বাছাই-সিদ্ধান্ত
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

স্ত্রী ও পরকীয়া প্রেমিকের বিচার দাবিতে ময়মনসিংহে স্বামীর সংবাদ সম্মেলন

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

স্ত্রী ও তার কথিত পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে বিচার দাবি করে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বামী মোঃ সাগর আহমেদ।গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মোঃ সাগর আহমেদ (২৭) বলেন, তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ১নং সাতপুয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি এলাকার বাসিন্দা। কাজের প্রয়োজনে বর্তমানে তিনি ময়মনসিংহের ভালুকায় বসবাস করছেন। তিনি নিজেকে একজন অসহায় মানুষ উল্লেখ করে ন্যায়বিচারের আশায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান।

তিনি জানান, ২০১৮ সালে পারিবারিকভাবে মিতু আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সংসার জীবনের শুরু থেকেই তিনি স্ত্রীর পড়ালেখা ও পরিবারের বিভিন্ন দায়িত্ব নিজের অর্থ ব্যয়ে বহন করেন। স্ত্রীকে স্নাতক পর্যন্ত পড়াশোনা করান বলেও দাবি করেন তিনি।
সাগর আহমেদ আরও অভিযোগ করেন, তার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত থাকায় পরিবারকে আর্থিকভাবে সহায়তার কথা বলে তার স্ত্রী চাকরি করতে আগ্রহ প্রকাশ করেন। পরে তার পছন্দ অনুযায়ী আম্বালা ফাউন্ডেশন নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিট অফিসার হিসেবে চাকরি নেন। চাকরির সুবাদে ওই প্রতিষ্ঠানের সহকর্মী রিয়াদ হোসেনের সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে পেরে তিনি আম্বালা ফাউন্ডেশনের নরসিংদী জোনের কাপাসিয়া এরিয়ার দোলন বাজার শাখার (৯৯ কোড) ম্যানেজার মিল্টনের কাছে অভিযোগ জানালেও অভিযোগ আমলে না নেওয়ার অভিযোগ করেন। বরং অভিযোগ করার পর তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে দাবি করেন সাগর আহমেদ।
তিনি বলেন, “আমি পরবর্তীতে আম্বালা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে দুই দফা লিখিত অভিযোগ দিলেও আজ পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। বরং অভিযোগ করার পর থেকেই রিয়াদ হোসেন, ম্যানেজার মিল্টনসহ অজ্ঞাত কয়েকজন বিভিন্ন নম্বর থেকে আমাকে হুমকি দিয়ে আসছে।”
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে গত ২৭ ডিসেম্বর ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে সাগর আহমেদ বলেন, “আমাকে মারধর করা হয়েছে এবং আমার তিন বছরের শিশুসন্তানকে রেখে তারা যে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচারের দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

স্ত্রী ও পরকীয়া প্রেমিকের বিচার দাবিতে ময়মনসিংহে স্বামীর সংবাদ সম্মেলন

আপডেট সময় ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

স্ত্রী ও তার কথিত পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে বিচার দাবি করে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্বামী মোঃ সাগর আহমেদ।গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মোঃ সাগর আহমেদ (২৭) বলেন, তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ১নং সাতপুয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি এলাকার বাসিন্দা। কাজের প্রয়োজনে বর্তমানে তিনি ময়মনসিংহের ভালুকায় বসবাস করছেন। তিনি নিজেকে একজন অসহায় মানুষ উল্লেখ করে ন্যায়বিচারের আশায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান।

তিনি জানান, ২০১৮ সালে পারিবারিকভাবে মিতু আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে বর্তমানে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। সংসার জীবনের শুরু থেকেই তিনি স্ত্রীর পড়ালেখা ও পরিবারের বিভিন্ন দায়িত্ব নিজের অর্থ ব্যয়ে বহন করেন। স্ত্রীকে স্নাতক পর্যন্ত পড়াশোনা করান বলেও দাবি করেন তিনি।
সাগর আহমেদ আরও অভিযোগ করেন, তার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত থাকায় পরিবারকে আর্থিকভাবে সহায়তার কথা বলে তার স্ত্রী চাকরি করতে আগ্রহ প্রকাশ করেন। পরে তার পছন্দ অনুযায়ী আম্বালা ফাউন্ডেশন নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিট অফিসার হিসেবে চাকরি নেন। চাকরির সুবাদে ওই প্রতিষ্ঠানের সহকর্মী রিয়াদ হোসেনের সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে পেরে তিনি আম্বালা ফাউন্ডেশনের নরসিংদী জোনের কাপাসিয়া এরিয়ার দোলন বাজার শাখার (৯৯ কোড) ম্যানেজার মিল্টনের কাছে অভিযোগ জানালেও অভিযোগ আমলে না নেওয়ার অভিযোগ করেন। বরং অভিযোগ করার পর তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে দাবি করেন সাগর আহমেদ।
তিনি বলেন, “আমি পরবর্তীতে আম্বালা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে দুই দফা লিখিত অভিযোগ দিলেও আজ পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। বরং অভিযোগ করার পর থেকেই রিয়াদ হোসেন, ম্যানেজার মিল্টনসহ অজ্ঞাত কয়েকজন বিভিন্ন নম্বর থেকে আমাকে হুমকি দিয়ে আসছে।”
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে গত ২৭ ডিসেম্বর ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।
লিখিত বক্তব্যে সাগর আহমেদ বলেন, “আমাকে মারধর করা হয়েছে এবং আমার তিন বছরের শিশুসন্তানকে রেখে তারা যে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে, তার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচারের দাবি জানান।