হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল বিসিক শিল্পনগর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ ডিবি পুলিশ পরিচয়ে ৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার দিঘলবাক গ্রামের রঙ্গু মিয়ার ছেলে মো. আশিক মিয়া (২৭), হবিগঞ্জ শহরের নাতিরপুর এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মো. শাহজাহান (৪৫), বহুলা গ্রামের শহিদ মোড়ল এর ছেলে আ. হান্নান মোড়ল (৪০) এবং বহুলা গ্রামের মো. হৃদয় মিয়া (২১)।
হবিগঞ্জ ডিবি পুলিশের নন্দন কান্তি ধর জানান, বিসিক শিল্প নগরীর বিপরীত পার্শ্বে অবস্থিত একটি টিনসেড ঘরের ভাড়াটিয়া রুবি বেগমের ঘরে ডিবি পুলিশ পরিচয়ে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সময় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।