ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
গত সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর নারায়ণগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
এ নিয়ে হাদিকে গুলির ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। আজ দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সিঙ্গাপুর।

ডিজিটাল ডেস্ক 























