ময়মনসিংহ , বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
প্রতিটি জেলা- উপজেলায় একজন করে ভিডিও প্রতিনিধি আবশ্যক। যোগাযোগঃ- Email- matiomanuss@gmail.com. Mobile No- 017-11684104, 013-03300539.

৩২ হাজার ছাড়ালো ৭ দিনে প্রবাসী ভোটার নিবন্ধন

  • ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপে ৭ দিনে প্রবাসী ভোটারদের নিবন্ধন সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে ইসি। 

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে এই তথ্য জানা যায়।

ইসির ওয়েবসাইট থেকে জানা যায়, আজ রাত ৮টা পর্যন্ত মোট নিবন্ধন করেছে ৩২ হাজার ৭৯৩ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ হাজার ৪৯৯ জন, নারী ভোটার ৪ হাজার ২৯৪ জন।

গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আর ২৩ নভেম্বর রাত ১২টার পর (২৪ নভেম্বর) শুরু হয়েছে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন, যা চলবে একই সময় পর্যন্ত।

পোস্টাল ভোট বিডি অ্যাপে তথ্যের নিরাপত্তা কতটুকু? 
পোস্টাল ভোট বিডি অ্যাপে ভোটারের তথ্য কতটা সুরক্ষিত থাকবে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সিস্টেমে এই ডেটা লিকের সম্ভাবনা কম। ভোটারদের কোনও তথ্য যেন লিক না হয়, সে জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।’

এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ প্রসঙ্গে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন গণমাধ্যমকে বলেন, অ্যাপটি পুরোপুরি দেশীয় প্রযুক্তিবিদদের তৈরি। বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে। তবে বৈশ্বিক নিবন্ধনের হারকে মাথায় রেখে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারের নিবন্ধন সক্ষমতা রাখা হয়েছে। প্রয়োজনে তা এক কোটিতে উন্নীত করার প্রস্তুতিও রাখা হয়েছে।

এ সময় অ্যাপের নিরাপত্তা বিষয়ে তিনি আরও বলেন, ইকেওয়াইসি, লাইভলিনেস চেক এবং কিউআর কোড যাচাইকরণের মাধ্যমে সম্পূর্ণ নিরাপদ ভোট প্রদান নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে। মাল্টিফাংশনাল অথেন্টিকেশন, ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং টুল, বিভিন্ন নিরাপত্তা স্তর সংযোজনসহ বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও অ্যাপ চালুর আগে বিজিডি ই–গভ সিআইআরটি এবং বিসিসি থেকেও ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও প্রয়োজনীয় টেস্টিং করা হয়েছে; যোগ করেন এই সিস্টেম অ্যানালিস্ট।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩২ হাজার ছাড়ালো ৭ দিনে প্রবাসী ভোটার নিবন্ধন

আপডেট সময় ০৯:২৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপে ৭ দিনে প্রবাসী ভোটারদের নিবন্ধন সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে ইসি। 

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে এই তথ্য জানা যায়।

ইসির ওয়েবসাইট থেকে জানা যায়, আজ রাত ৮টা পর্যন্ত মোট নিবন্ধন করেছে ৩২ হাজার ৭৯৩ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ হাজার ৪৯৯ জন, নারী ভোটার ৪ হাজার ২৯৪ জন।

গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আর ২৩ নভেম্বর রাত ১২টার পর (২৪ নভেম্বর) শুরু হয়েছে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন, যা চলবে একই সময় পর্যন্ত।

পোস্টাল ভোট বিডি অ্যাপে তথ্যের নিরাপত্তা কতটুকু? 
পোস্টাল ভোট বিডি অ্যাপে ভোটারের তথ্য কতটা সুরক্ষিত থাকবে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সিস্টেমে এই ডেটা লিকের সম্ভাবনা কম। ভোটারদের কোনও তথ্য যেন লিক না হয়, সে জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।’

এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ প্রসঙ্গে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন গণমাধ্যমকে বলেন, অ্যাপটি পুরোপুরি দেশীয় প্রযুক্তিবিদদের তৈরি। বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে। তবে বৈশ্বিক নিবন্ধনের হারকে মাথায় রেখে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারের নিবন্ধন সক্ষমতা রাখা হয়েছে। প্রয়োজনে তা এক কোটিতে উন্নীত করার প্রস্তুতিও রাখা হয়েছে।

এ সময় অ্যাপের নিরাপত্তা বিষয়ে তিনি আরও বলেন, ইকেওয়াইসি, লাইভলিনেস চেক এবং কিউআর কোড যাচাইকরণের মাধ্যমে সম্পূর্ণ নিরাপদ ভোট প্রদান নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে। মাল্টিফাংশনাল অথেন্টিকেশন, ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং টুল, বিভিন্ন নিরাপত্তা স্তর সংযোজনসহ বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়াও অ্যাপ চালুর আগে বিজিডি ই–গভ সিআইআরটি এবং বিসিসি থেকেও ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও প্রয়োজনীয় টেস্টিং করা হয়েছে; যোগ করেন এই সিস্টেম অ্যানালিস্ট।