ট্রাফিক পুলিশের মামলার হয়রানি, অনিয়ন্ত্রিত চাঁদাবাজি বন্ধ, প্রশাসনিক জটিলতা এবং জাতীয় অ্যাম্বুল্যান্স নীতিমালা অনুমোদন ও কার্যকর করার দাবিতে জামালপুরে অ্যাম্বুল্যান্স নিয়ে ধর্মঘট করেছেন অ্যাম্বুল্যান্স মালিক ও চালকরা।
আজ রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে জামালপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
মালিক ও চালকরা জানিয়েছেন, ২০২৩ সালের ২৫ জুলাই বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতির দেশব্যাপী ধর্মঘট কর্মসূচি পালনের পর ২০২৪ সালে ২৪ ডিসেম্বর বিআরটিএ একটি খসড়া নীতিমালা তৈরি করে, যা এখনো বাস্তবায়ন করা হয়নি। ফলে প্রতিনিয়তই অ্যাম্বুল্যান্সচালক ও মালিকদের ট্রাফিক পুলিশের নানা অযৌক্তিক ও অসহনীয় মামলায় পড়তে হচ্ছে।
জরিমানা দিতে হচ্ছে ১০ থেকে ২০ হাজার টাকা। যা পরিশোধ করতে অ্যাম্বুল্যান্স মালিকদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
চার দফা দাবি না মানলে আগামী ১২ এপ্রিল সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবেন অ্যাম্বুল্যান্স মালিক ও চালকরা।
জামালপুর অ্যাম্বুল্যান্স মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ বলেন, আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা না হলে আগামী ১২ এপ্রিল সারা দেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুল্যান্স ধর্মঘট পালন করা হবে।