আজ সোমবার (২৬ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে সায়েদাবাদ বাস টার্মিনাল ও রেললাইন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী অটো সজল এবং তার সহযোগীদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে অটো সজলের বাসার ছাদ ও বিভিন্ন স্থান থেকে ২টি ৭.৬৫ মিমি বিদেশি অটোমেটিক পিস্তল, ৮ রাউন্ড তাজা গোলাবারুদ, ৫,১০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭০ পুরিয়া হেরোইন, ১৩টি দেশীয় ধারালো অস্ত্র, নগদ ৮,২৬,৪৩০ টাকা, ৩টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম, ২০টি মোবাইল ফোন, ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানটি অত্যন্ত পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে পরিচালিত হয়েছে এবং এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আটককৃত ব্যক্তিবর্গ ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী ও কার্যকর অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিজিটাল রিপোর্ট 



















