বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর। শুক্রবার রাতের হামলার প্রতিবাদে আজ শনিবার দুপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গাজীপুর জেলা ও মহানগর জাতীয় নাগরিক কমিটি। শহরের রাজবাড়ি মাঠের ওই সমাবেশে সারা দেশের ছাত্রজনতা ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে।
ছাত্র-জনতার দাবি আওয়ামী দোসর সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীরের লোকজন ওই হামলা চালিয়েছে।